বাংলাদেশে প্রতিবছর ৪০ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে
বাংলাদেশে প্রতি বছর ৪০ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয় আর ৭০ ভাগ সচেতনতার অভাবে অথবা বিনা চিকিৎসায় এ রোগে মারা যান।
চিকিৎসকরা মনে করেন, নারীদের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে এবং সময়মত চিকিৎসা পেলে এ রোগের বিস্তৃতি কমিয়ে আনা সম্ভব।
সে লক্ষ্যেই আয়োজন করা হলো এক অনুষ্ঠানের।
মঙ্গলবার সকালে বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবসে উপলক্ষে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে একটি বেসরকারি সংস্থা।
বেসরকারি গবেষণা সংস্থার তথ্য মতে, বাংলাদেশে প্রতি বছর ১০০ নারীর মধ্যে ১২জন স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। আর এর অন্যতম কারণ সচেতনতার অভাব এবং সময়মত চিকিৎসা সেবা না পাওয়া।
চিকিৎসকরা মনে করেন, ধর্মীয় গোড়ামী, লজ্জা, ভয় এসব কারণে নারীরা শরীরের অসুস্থতা কিংবা ভিন্ন লক্ষণ দেখা গেলেও চিকিৎসকের পরামর্শ নেন না।
আর এই গাফলতির পরিণতি হয় মৃত্যু। তাই নারীদের মধ্যে সচেতনতা তৈরি করতে বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা দিবসে এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা দ্যা ব্লু স্কাই চ্যারিট্যাবল ফাউন্ডেশন।
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই কার্যক্রমে মন্ত্রীও নারীদের সচেতনতার আহ্বান জানান।
আর এর আয়োজনে থাকা সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা আয়শা সিদ্দিকা শেলী জানান, স্তন ক্যান্সারে নিজের বোনের মৃত্যু দেখেছেন। আর কোনও নারী যেন অন্তত স্তন ক্যান্সারে না মারা যান সে লক্ষ্যেই তার এ উদ্যোগ।
তিনি আরও বলেন, বাংলাদেশে কম খরচে যাতে এই রোগের চিকিৎসা সেবা নারীরা পান সে উদ্যোগও নেবেন।