নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শাহ মো: জিয়াউর রহমান,নীলফামারী
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে বুধবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে বুধবার নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
মিছিলটি নীলফামারী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারের দিকে যাওয়ার পথে শহরের কালিবাড়ি মোড়ে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় সেখান থেকে দলীয় কার্যালয়ের সামনে ফিরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতা কর্মীরা।
জেলা ছাত্রদলের সভাপতি সালেকীন আহমেদ সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সুহৃদ হোসেন প্রমুখ।
মিছিলটি নীলফামারী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারের দিকে যাওয়ার পথে শহরের কালিবাড়ি মোড়ে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় সেখান থেকে দলীয় কার্যালয়ের সামনে ফিরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতা কর্মীরা।
জেলা ছাত্রদলের সভাপতি সালেকীন আহমেদ সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সুহৃদ হোসেন প্রমুখ।
অপর দিকে সৈয়দপুর ছাত্রদলের বিক্ষোভ মিছিল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় গ্রেফতারীর পরোয়ানা জারীর প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ১১ অক্টোবর বিকেলে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি রেজওয়ান আকতার পাপ্পু।
মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ সভাপতি সুজাউল হক সাজু, আসাদুজ্জামান মিঠু প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, ছাত্রদলের সভাপতি পাপ্পু বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে।
সরকার বিএনপিকে ভয় পায় বলে খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। দেশে আজকে স্বাধীনতা নেই, আওয়ামীলীগের নেতাকর্মীরা একের পর এক অন্যায় করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কোন মামলা হয় না।
বক্তারা বেগম খালেদা জিয়ার নামে দায়ের হওয়া মামলাকে মিথ্যা মামলা আখ্যায়িত করে ওই মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদ জানান।