ধুনটে মাদকের বেড়াজালে শিক্ষা প্রতিষ্ঠান
কারিমুল হাসান লিখন, ধুনটঃ
বগুড়ার ধুনট উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান মাদকের আখড়া হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির পর সন্ধ্যাকালীন সময়ে স্থানীয় লোকদের স্কুল মাঠে আড্ডা ও বিনোদনের পর রাত ১০টা থেকে থেকে মধ্যরাত পর্যন্ত মাদকসেবীদের আখড়ায় পরিনত হচ্ছে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে রাত্রীকালীন প্রহরী থকলেও মাদকসেবীরা স্থানীয় হবার কারনে অনেকটাই নির্বাগ থাকেন প্রহরীরা। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে মাদকসেবীদের আড্ডা বেড়ে যাওয়ায় সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিষ্ঠান পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন অনেক অবিভাবক। ধুনট উপজেলায় জুড়ে কমিউনিটি পুলিশিং ফরাম ও পুলিশ প্রসাশনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকার পরেও প্রসাশনের চোখে ফাকি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে মাদকসেবীরা। শুধু সেবনই নয়, রাত্রীকালীন সময়ে উপজেলার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে , নদীর ধারে, ব্রীজের নিচে, সবজ্বির জমিতেসহ বিভিন্ন স্থানে চলছে রমরমা মাদক ব্যবসা ও সেবন। এসকল মাদক সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়ছে নবিন কশোরেরা। লেখা পড়া না করে কিশোর বয়োসেই নেশার সাথে জড়িয়ে পড়ছে উপজেলার অনেকেই। উপজেলা পর্যায়ে কমিউনিটি পুলিশিং ফরামের কার্যক্রম গতিশীল হলেও ইউনিয়ন পর্যায়ে নেই তেমন কোন কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠানে মাদকসেবীদের আখড়া হবার কারনে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক সময় বিপথে চলে যেতে পারে, এমন কি শিক্ষার্থীদের উপর বিশাল হুমকি সরূপ হতে পারে বলে মনেকরেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনসহ স্থানীয় বিশিষ্ট জনেরা। ধুনট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটিকে নির্মুল করতে পুলিশ প্রসাশনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমাদের অভিযানের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। পারিবারিক ভাবেও সন্তানদের সচেতন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সমাজ থেকে মাদককে নির্মুল করে সুস্থ সমাজ গঠনে সচেতন নাগরিক হিসেবে সবাই যদি পুলিশ প্রসাশন কে সহযোগিতা করে তাহলে মাদকের কু-প্রভাব থেকে নবিন কিশোরদের রক্ষা করা সহ উপজেলা থেকে মাদক নির্মুল করা সম্ভব।