বাকেরগঞ্জের সেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে চেক বিতরণ
উত্তম কুমার, বাকেরগঞ্জ :
বাকেরগঞ্জের উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়কের আয়োজনে সেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে চেক বিতরন করা হয়। ১২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় পল্লী ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ¦ নাসরিন জাহান রতনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা জাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. বশির আহম্মেদ সবুজ, দপ্তর সম্পাদক অধ্যাপক বিপ্লব মিত্র, যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা যুবসংহতির সভাপতি এ্যাড. এইচ.এম মজিবুর রহমান, রঙ্গশ্রী ইউনিয়ন জাপা’র সাধারণ সম্পাদক আলম ভুইয়া, উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার, উপজেলা মহিলা পার্টির সভাপতি কাজল বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, দেশের তৃৃনমূল পর্যায়ে মানবসম্পদ উন্নয়নে স্থানীয় এসব সংগঠন গুরুতপুর্ণ ভুমিকা রাখছে। বাকেরগঞ্জের মহিলা বিষয়ক সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন সেবামূলক কাজ করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তার মধ্যে অন্যতম, উপজেলার পঙ্গুত্ব বরণ কারীদের চিকিৎসা সেবা, গরীব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ, এছাড়া বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ সহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরে তিনি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের ৯জন মহিলার মধ্যে ১ লক্ষ ৭০ হাজার টাকার অর্থ সহায়তার এ চেক প্রদান করেন।