এক বছরে সারা বিশে^র প্রায় ১ কোটি লোক দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে ভ্রমন করেছেন নড়াইলে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন
নিজেস্ব প্রতিনিধিঃ
বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘গত এক বছরে সারা বিশে^র প্রায় ১ কোটি লোক দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে ভ্রমন করেছেন। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৬, ১৭ ও ১৮ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। পর্যটন ইতিমধ্যেই আমাদের ‘জাতীয় উৎপাদনের ক্ষেত্রে পর্যটন ক্ষেত্র ৪.২ ভাগ অবদান রেখে চলেছে। এই অবদানের ক্ষেত্রে ব্যক্তি মালিককানাধীন রিসোর্ট, গলফ, হোটেল, মোটেল এগুলো বিরাট ভূমিকা পালন করছে। বাংলাদেশে এখন বিভিন্ন প্রান্তে হোটেল, মোটেল রিসোর্ট গড়ে উঠছে। সরকার যেমন চেষ্টা করছে পর্যটন কেন্দ্র গুলোকে উন্নত করা তেমনি আমরা ব্যক্তি উদ্যোগ কেউ ¯া^গত জানিয়েছি। এতে করে কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় আায়ে পর্যটন ক্ষেত্র বিশেষ অবদান রাখছে। তিনি আরো বলেন, মন্ত্রী শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়ায় অরুনিমা রিসোর্ট গলফক্লাবের আয়োজনে মধুমতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রাশেদ খান মেনন নড়াইলের অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব সম্পর্কে বলেন, অরুনিমা রিসোর্ট প্রত্যন্ত গ্রামাঞ্চলে সুন্দর একটি পর্যটন কেন্দ্র করেছে। এই অঞ্চলের মানুষের জন্য সুন্দর একটি বিনোদন কেন্দ্র করেছে। একটি আধুনিক মানের গলফ ক্ষেত্র তৈরি করেছে। পর্যটন শিল্পকে এগিয়ে নেয়ার জন্য এই এলাকার জনগনের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য কমিউনিটি টুরিজমের প্রতি আরো বেশি নজর দেওয়া উচিত। কিন্তু দ:খজনক হলেও সত্য যে, অরুনিমা রিসোর্ট কে নিয়ে যে ষড়যন্ত্র চলতে তা অত্যান্ত দু:খের বিষয়। আমি শুনে দু:খিত এই রিসোর্টকে কেন্দ্র করে বেশি কিছুদিন ধরে নেতিবাচক প্রচারণা চলছে। একই সঙ্গে সন্ত্রাসী হামলাও চলছে। এটি নি:সন্দেহে পর্যটন শিল্পের জন্য একটি আঘাত। কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমান ওছির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শেখ হাফিজুর রহমান, টুরি্যজম বোর্ডের পরিচালক নিখিল রঞ্জন রায়, নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবেব চেয়ারম্যান খবির উদ্দিন আহম্মেদম, ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদ কালিয়া উপজেলা কমান্ডার মোঃ তরিকুল ইসলাম মন্নু প্রমুখ।
প্রতিযোগিতায় নড়াইল, গোপালগঞ্জ, খুলনাসহ বিভিন্ন এলাকা আসা ৮টি নৌকা অংশগ্রহণ করে। নদীর দু’পাড়ে হাজার হাজার দর্শক আবহমান গ্রাম বাংলার এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগীতায় ১ম হয়েছে মাদারীপুরের মীর্জাবাড়ী এলাকার নলীন মন্ডল, ২য় গোপালগঞ্জের মকছেদপুর এলঅকার মুজিবর চেয়ারম্যান, ৩য় মাদারীপুরের রাজউরের বিপ্লব মন্ডল।