নড়াইলে বিশ্ব সাদা ছড়ি দিবস পালিত
নিজেস্ব প্রতিবেদক ‘সাদা ছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ সাদা ছড়ি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও দৃষ্ঠিহীন মাঝে চশমা ও সাদাছড়ি বিতরণ করা হয়। রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। এ সময় স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ, জেলা সমাজসেবা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) উত্তম কুমার সরকার, দৃষ্টিহীনরাসহ অনেকে উপস্থিত ছিলেন।