কিশোরগঞ্জে আবারো জনকল্যাণ ফোরামের উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত
শাহ মো: জিয়াউর রহমান :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জনকল্যাণ ফোরামের উদ্যোগে ও রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন দর্শনার সহযোগীতায় মাগুড়া উচ্চ বিদ্যালয়ে এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
সকালে উপজেলা জনকল্যাণ ফোরামের আহবায়ক এ কে এম ছাইয়েদ হোসেন সাবুলের সভাপতিত্বে ও জনকল্যান ফোরামের জৈষ্ঠ্য আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান এ টি এম আনিছুর রহমান আনুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব, মাগুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, জনকল্যাণ ফোরামের জৈষ্ঠ্য আহবায়ক ও কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলে রহমান।
জনকল্যান ফোরামের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম,সামসুল ইসলাম ভাষানী,দবীর উদ্দীন, বাবু প্রনব দও, জনকল্যান ফোরামের সদস্য মোঃ আঃ ছাওার, শহীদুল হক শাহ, ,মোশারফ হোসেন,আব্দুর রাজ্জাজ,লতিফুজ্জামানসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সারাদিনের এ চক্ষু শিবিরে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী পুরুষ,মহিলা,বৃদ্ধ ও শিশু রোগীরা চিকিৎসা গ্রহন করেন।
ফ্রি চিকিৎসা গ্রহন করেন চোঁখের বিভিন্ন সমস্যাসহ আউট ডোরে ৪৪৫জন, ছানী রোগী ১৪৫জন ও অন্যান্য ৭ জন।
জনকল্যাণ ফোরামের আহবায়ক ছাইয়েদ হোসেন সাবুল বলেন,জনকল্যাণ ফোরাম উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ উপজেলাকে ছানী মুক্ত করতে ইতিপূর্বে দুটি এবং আগামী ৪৫ দিনের মধ্যে আরও দুটি চক্ষু শিবিরের আয়োজন করা হবে।
আমরা জনকল্যাণ ফোরামের উদ্যোগে যে সমস্ত রোগীকে সেবা দিয়েছি তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিনামূল্যে ছানী অপারেশন,ওষুধ ও কালো চশমার ব্যবস্থা গ্রহন। মানব সেবামুলক এ ফোরাম উপজেলার বিভিন্ন এলাকায় জনসমস্যা গুলোকে চিহ্নিত করে সুষ্ঠ্যু সমাধানের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করছে। আগামী দিনে কিশোরগঞ্জ উপজেলাকে দূর্নীতিমুক্ত,নিরবছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা,সড়ক উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগ গ্রহন নেয়া হয়েছে।
দীপ আই কেয়ারের চিকিৎসক ডাঃ আরিফ মাহমুদ- পিটিজি (বারডেম হাসপাতাল) বলেন, জনকল্যাণ ফোরামের বর্তমানে যে উদ্যোগ তা সত্যি প্রশংসনীয়। তিনি বলেন যে সমস্ত রোগীকে আমরা ছানী পরীক্ষা করে অপারেশনের জন্য চিহ্নিত করেছি তাদের প্রত্যেককে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত, অপারেশন ও ওষুধের ব্যবস্থা করবে জনকল্যাণ ফোরাম এবং সার্বিক ভাবে সহযোগীতা করবে রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন।