বিজিবি’র অভিযানে বেনাপোলে প্রায় ৭লক্ষ টাকার ভারতীয় টাকার মালামাল উদ্ধার
শহিদুল ইসলাম,বেনাপল প্রতিনিধি।। বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী গ্রাম সাদীপুরের ২টি স্থান থেকে প্রায় ৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।গোপন সংবাদ পেয়ে ভোর ৬টার দিকে(আই সি পি)ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব সাদীপুর গ্রামের বেলতলা নামক স্থানে পথম অভিযান চালায়।
সেখানে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা বস্তা বন্দি থেকে উন্নত মানের ভারতীয় জর্জেট শাড়ী-৩পিচ,নর্মাল জর্জেট শাড়ী-৮পিচ,উন্নত মানের সুতী শাড়ী-২০পিচ,উন্নত মানের থ্রি-পিচ ২৫টি।যার মুল্য বাংলাদেশী টাকা দাড়ায়-১লক্ষ ৭০ হাজার টাকা।
অপর অভিযানটি চালানো হয়,সাদীপুর ইদুবাড়ী চেকপোষ্টে সেখানে ও বস্তাবন্দী অবস্থায় বিপুল পরিমান সিটি গোল্ডের হাতের চুড়ি,পায়ের নুপুর ইত্যাদী পাওয়া যায়। বাংলাদেশী টাকায় যার মুল্য দাড়ায় ৫/৬ লক্ষ টাকা এই অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার দেলোয়ার হোসেন,অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বেনাপোল(আই সি পি) ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাবের ধারনা অভিযানের উপস্থিতি টেরপেয়ে১ চোরাচালানীরা পালিয়েছে বলে জানান।