মোগাদিশুতে আলাদা দুটি গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা ২৩০ জনে
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আলাদা দুটি গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে।
আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ আব্দুল্লাহি ফারমোজা।
এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
এদিকে, বিস্ফোরণে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন বিশ্ব নেতারা।
ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে। দুই ঘণ্টার ব্যবধানে দুটি বোমা হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। গত ২০০৭ সালে সোমালিয়ায় ইসলামপন্থীদের সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার পর সবচেয়ে ভয়াবহ হামলা এটি।
পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকালে মোগাদিশুতে সরকারি বিভিন্ন ভবন সংলগ্ন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অভিজাত সাফারি হোটেলের প্রবেশ পথে প্রথমে একটি লরিবোঝাই বোমার বিকট বিস্ফোরণ ঘটে। এতে হোটেলটির একাংশসহ আরো কয়েকটি ভবন ধসে পড়ে। আগুন ধরে যায় আশপাশের কয়েকটি গাড়িতে।
এ সময় ৪ বন্দুকধারী হোটেলে প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকতে চাইলে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময় চলে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো কয়েকজন।
হামলার পর পুরো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিধ্বস্ত ভবন ও গাড়ির খণ্ডাংশ। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে লোকজনের মরদেহ।
সাফারি হোটেলে হামলার দুই ঘণ্টা পর রাজধানীর উপকণ্ঠে মদিনা এলাকায় আরো একটি গাড়ি বোমার বিস্ফোরণ হয়। সেখানেও হতাহত হন বেশ কয়েকজন।
হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট দেশটির প্রেসিডেন্ট মোহামেদ আব্দুল্লাহি ফারমোজা।
তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে সোমালিয়ার বিভিন্ন স্থানে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল-শাবাব প্রায়ই হামলা চালিয়ে থাকে।