গাংনীতে দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান কর্মসুচির শুভ উদ্বোধন
এম এ লিংকন জেলা প্রতিনিধি,মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১০টার সময় গাংনীর খ্যাত নামা শিক্ষা প্রতিষ্ঠান সন্ধানী স্কুল এন্ড কলেজের নার্সিং ইন্সটিটিউটের হল রুমে এ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা নির্বাহি কর্মকর্তা আরিফ-উজ-জামান। সন্ধানী সংস্থার সভাপতি হাজী মোঃ ফজলুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির নির্বাহি পরিচালক মহাঃ আবু জাফর। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় মেহেরপুরের গাংনীর সন্ধানী সংস্থা অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহকারি মহা ব্যাবস্থাপক মোস্তফা কামাল ভুঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার, মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি হাজী মুঞাঃ মোশাররফ হোসেন । এ সময় সন্ধানী স্কুল এন্ড কলেজের একাডেমিক প্রধান হাবিবুর রহমান সহ অন্যানন্য এনজিও সংস্থার ব্যাক্তিবর্গ উপস্থিৎ ছিলেন। পরে জেলার মোট ৩৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।