পেপ্যালের দিকে নজর রেখে আইসিটি এক্সপোর জোর প্রস্তুতি
শুরু হচ্ছে দেশের প্রযুক্তিখাতের সবচেয়ে বড় আসর ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭’। এবারের আইসিটি এক্সপোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে আন্তর্জাতিক অনলাইন লেনদেন মাধ্যম পেপ্যাল। তথ্য-প্রযুক্তি প্রদর্শনীর দ্বিতীয় দিনে বাংলাদেশে পেপ্যাল সেবা উদ্বোধনের ঘোষণা আগেই দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
সে প্রেক্ষাপটে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগও বলছে, ১৯ অক্টোবর দেশে পেপাল সার্ভিস যাত্রা শুরু করবে। তবে পেপ্যাল সেবা নাকি পেপ্যালের সহ-প্রতিষ্ঠান জুম সেবা চালু হবে, তা নিয়ে নানা মহলে সংশয়-গুঞ্জন রয়েছে।
পেপ্যালের উদ্বোধনের বিষয়ে আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের চ্যানেল 4 বলেন,‘পেপ্যাল ইনবাউন্ড লেনদেনে বিদেশ থেকে টাকা দেশে আসে আর আউটবাউন্ডে টাকা দেশ থেকে বিদেশে যায়। বাংলাদেশে আপাতত পেপ্যাল ইনবাউন্ড সেবা চালু হবে। তাই পেপাল নিয়ে প্রশ্ন তোলার চেয়ে এটাকে পেপ্যাল সার্ভিস বলাই ভালো।’
আইসিটি বিভাগের এই নিশ্চয়তার ওপর আস্থা রাখছেন দেশের প্রযুক্তিখাতের পরিচিত ব্যক্তিত্ব মোস্তফা জব্বার। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন,’পেপ্যাল সার্ভিস চালু হবে এটা আমি সরকারের আইসিটি বিভাগ এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিমন্ত্রীর মাধ্যমে নিশ্চিত হয়েছি। এটাকে তাই সঠিক মনে করছি। কারণ এই তথ্যটি কোনো ফেসবুক স্ট্যাটাস থেকে পাইনি।’
আপাতত পেপ্যালে বিদেশ থেকে টাকা আসবে, এমন সেবা চালু হওয়াকে ইতিবাচকভাবে দেখেন এই প্রযুক্তিবিদ। তিনি আরও বলেন,’ পেপ্যালের মত বড় প্রতিষ্ঠান হুট করে এই দেশে তার সব সেবা চালু করবে, এটা না হওয়াই স্বাভাবিক। হয়তো পেপ্যালের ওয়ালেট এখন চালু হচ্ছে না। কিন্তু বিদেশ থেকে টাকা আনার পথটা উন্মুক্ত করছে। দেশের প্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য প্রধান চ্যালেঞ্জ ছিলো বিদেশ থেকে টাকা পাওয়া। এখন পেপ্যালের এই সার্ভিস চালু হলে সেই চ্যালেঞ্জ আর থাকছে না। এটা অবশ্যই ইতিবাচক।’
পুরোদমে চলছে আইসিটি এক্সপো প্রস্তুতি
আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে চলছে ভীষণ ব্যস্ততা। কারণ মাত্র আর একদিন পরেই শুরু হবে দেশীয় প্রযুক্তিখাতের সম্ভাবনা বিশ্বকে দেখিয়ে দেয়ার আসর ‘বাংলাদেশ আইসিটি এক্সপো’। টাওয়ারের ১০ম তলায় বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কর্মকর্তা-কর্মচারীরা বিশাল কর্মযজ্ঞের একেবারে চূড়ান্তে। উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা, নিমন্ত্রণ কার্ড, অতিথি ব্যবস্থাপনা তদারকির কাজ চলছে পুরোদমে।
কম্পিউটার সমিতির একটি কক্ষে ল্যাপটপ স্ক্রিনে উদ্বোধনী পর্বের আনুষ্ঠানিকতার বিষয়গুলো ঠিকঠাক করতে ব্যস্ত কয়েকজন। ফাইল-প্রিন্ট করা কাগজ আর আইসিটি এক্সপো কার্ডের স্তুপ টেবিলে। এখানে যখন এই অবস্থা তখন পাশের কক্ষে চলছিলো গোটা আয়োজনের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বৈঠক।
এই বৈঠকের ফাঁকে চ্যানেল আই অনলাইনের কাছে এক্সপো’র প্রস্তুতির সর্বশেষ তুলে ধরেন দেশের তথ্য-প্রযুক্তির সবচেয়ে বড় আসরের উদ্যোক্তা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপপরিচালক কল্যাণ কুমার সরকার এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সহকারি মহাব্যবস্থাপক মো. হাসানুজ্জামান।