আকরাম-দুর্জয়দের সঙ্গে যারা এবার কাউন্সিলর
আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। যেজন্য গঠনতন্ত্র মোতাবেক ১০ জন জাতীয় ও প্রথম শ্রেণির ক্রিকেটার, ৫ জন সাবেক অধিনায়ক হবেন বিসিবির মনোনীত কাউন্সিলর।
সোমবার ১৬৭ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যাতে তিন নম্বর ক্যাটাগরি থেকে জাতীয় দলের সাবেক অধিনায়কদের মধ্যে মনোনয়ন পেয়েছেন রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, ফারুক আহমেদ, মিনহাজুল আবেদিন নান্নু ও খালেদ মাসুদ পাইলট।
মনোনয়ন পাওয়া জাতীয় ও প্রথম শ্রেণির ১০ ক্রিকেটার- আজম ইকবাল, এএস এম ফারুক, উমর খালিদ রুমী, সেলিম শাহেদ, খালেদ মাহমুদ সুজন, ফয়সাল হোসেন ডিকেন্স, একে এম আহসান উল্লাহ, নিয়ামুর রশীদ রাহুল, হান্নান সরকার ও শাহেদুর রহমান।
বর্তমান বোর্ড পরিচালক আকরাম খান কাউন্সিলর হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে। আর মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে নাঈমুর রহমান দুর্জয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর মনোনীত হয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। তিনি ক্রিকেটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক। কোয়াব থেকে এবার কাউন্সিলর হয়েছেন গোলাম মোহাম্মদ ফয়সাল।
বিসিবির নির্বাচনে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন ২৫ জন বোর্ড পরিচালক। বিজয়ী পরিচালকরা নির্বাচিত করবেন বোর্ড সভাপতিকে। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের চার বছরের মেয়াদ শেষ হচ্ছে ১৭ অক্টোবর।