জয়পুরহাট আক্কেলপুরে ৫ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়ী ছিনতাইকারী আটক।
আক্কেলপুর প্রতিনিধি : শ্রী নিরেন দাস।
জয়পুরহাট আক্কেলপুর বগুড়া সড়কে ২ টি কার দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে এক ব্যক্তিকে অপহরণ করে ৩ লক্ষ টাকা ছিনতাই করে। রাস্তার পার্শ্বে ফেলে রেখে পালানোর সময় সাধারন জনতা ধাওয়া করে ২টি কার সহ ৫ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী ছিনতাইকারীদের জনগণ আটক করে আক্কেলপুর থানা পুলিশে দিয়েছেন।
আক্কেলপুর থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায় , বুধবার দুঁপুরে আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ই্উনিয়নের বেলঘড়ীয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে রাজ্জাকুল হাইদার ওরফে দুলু পার্শ্ববর্তী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা সদরের ইসলামী ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা উত্তোলন করেন নিজ এলাকার উদ্দেশে রওনা দেয়ার জন্য। তিনি দুপচাঁচিয়া হাসপাতাল চত্বর থেকে একটি সিএনজি ভাড়া করে দুপচাঁচিয়া থেকে আক্কেলপুর রাস্তা হয়ে গোপিনাথপুরে রওয়ানা দেন। পথিমধ্যে দুপচাঁচিয়া থানা এলাকার ছাতনী নামক স্থানে পৌঁছলে দু’দিক থেকে দুটি কার গাড়ি চলতি সিএনজি কে গতিরোধ করে। ছিনতাই কারীরা তারা সিএনজি থামিয়ে নিজেদের কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে চোখ বেঁধে তাদের ব্যবহিত কার গাড়িতে উঠিয়ে গোপিনাথপুর অভিমুখে রওয়না করেন। কিছুক্ষণ পরে ভুয়া ডিবি পুলিশের দল তাকে খলিশ্বর নামক স্থানে চোখ বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান। এসময় সে ব্যক্তির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে এবং মোবাইল ফোনে বিষয়টি গোপিনাথপুর বাসস্ট্যন্ডে অবহিত করলে তারা চেয়ার দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে কার ২ টিকে গতি রোধের চেষ্টা করলে তারা বাধা উপেক্ষা করে পালিয়ে যান ঘটনাটি দূত মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দিলে। পুনরায় আবারও সাধারন জনতা গোপিনাথপুর - ক্ষেতলাল রাস্তায় ব্যরিকেড দিয়ে অবস্থান নিলে ক্ষেতলাল থানার হাট শহর নামক স্থানে কঠোর ব্যরিকেড দিয়ে ৫ জনকে আটক করেন সাধারন জনতা। আটক কারীরা হলেন ফরিদপুর জেলার আলফডাংগা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে কেরামত আলী (৪৫), সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা এলাকার ভোর গ্রামের, আফজ উদ্দিনের ছেলে ফিরোজ (২৫), বগুড়া জেলার গাবতলী থানা এললাকার মানিকপাড়া গ্রামের আনোয়ারুলের ছেলে আশরাফুল ইসলাম (৩৪) ও ঢাকা কেরানী গঞ্জের গোলাপ বাজার এলাকর জামাল উদ্দিনের ছেলে ইউছুব আলী (৩২)
আক্কেলপুর থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায় , বুধবার দুঁপুরে আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ই্উনিয়নের বেলঘড়ীয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে রাজ্জাকুল হাইদার ওরফে দুলু পার্শ্ববর্তী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা সদরের ইসলামী ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা উত্তোলন করেন নিজ এলাকার উদ্দেশে রওনা দেয়ার জন্য। তিনি দুপচাঁচিয়া হাসপাতাল চত্বর থেকে একটি সিএনজি ভাড়া করে দুপচাঁচিয়া থেকে আক্কেলপুর রাস্তা হয়ে গোপিনাথপুরে রওয়ানা দেন। পথিমধ্যে দুপচাঁচিয়া থানা এলাকার ছাতনী নামক স্থানে পৌঁছলে দু’দিক থেকে দুটি কার গাড়ি চলতি সিএনজি কে গতিরোধ করে। ছিনতাই কারীরা তারা সিএনজি থামিয়ে নিজেদের কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে চোখ বেঁধে তাদের ব্যবহিত কার গাড়িতে উঠিয়ে গোপিনাথপুর অভিমুখে রওয়না করেন। কিছুক্ষণ পরে ভুয়া ডিবি পুলিশের দল তাকে খলিশ্বর নামক স্থানে চোখ বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান। এসময় সে ব্যক্তির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে এবং মোবাইল ফোনে বিষয়টি গোপিনাথপুর বাসস্ট্যন্ডে অবহিত করলে তারা চেয়ার দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে কার ২ টিকে গতি রোধের চেষ্টা করলে তারা বাধা উপেক্ষা করে পালিয়ে যান ঘটনাটি দূত মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দিলে। পুনরায় আবারও সাধারন জনতা গোপিনাথপুর - ক্ষেতলাল রাস্তায় ব্যরিকেড দিয়ে অবস্থান নিলে ক্ষেতলাল থানার হাট শহর নামক স্থানে কঠোর ব্যরিকেড দিয়ে ৫ জনকে আটক করেন সাধারন জনতা। আটক কারীরা হলেন ফরিদপুর জেলার আলফডাংগা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে কেরামত আলী (৪৫), সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা এলাকার ভোর গ্রামের, আফজ উদ্দিনের ছেলে ফিরোজ (২৫), বগুড়া জেলার গাবতলী থানা এললাকার মানিকপাড়া গ্রামের আনোয়ারুলের ছেলে আশরাফুল ইসলাম (৩৪) ও ঢাকা কেরানী গঞ্জের গোলাপ বাজার এলাকর জামাল উদ্দিনের ছেলে ইউছুব আলী (৩২)
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন আটক কৃতকরা আর্ন্তজাতিক অপরাধ চক্রকারী। তারা এ অঞ্চলে একধিক ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছে এমন ডিপি পুলিশের পরিচয় দিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে। তাদের চক্রের সঠিক তথ্য সংগ্রহ করার জন্য জিজ্ঞাসা করা হবে।