টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩ করখানায় জরিপানা
মো.রবিউল ইসলাম(টঙ্গী প্রতিনিধি)
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে তিনটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত গাজীপুরা সাতাইশ ও টঙ্গী নদী বন্দর এলাকায় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালা করেন। এসময় লাইফ জিন্স ওয়াসিং কারখানাকে ৫০হাজার টাকা, এনার্জি ওয়াসিংকে ৫০হাজার টাকা ও শিমু ফ্যাশনকে ৩০ টাকাসহ একটি বয়লার মেশিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
তিতাস গ্যাস টঙ্গী জোনের ম্যানেজার প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে টঙ্গী এলাকায় লাইফ জিন্স ওয়াসিং কারখানা, এনার্জি ওয়াসিং ও শিমু ফ্যাশন নামে কারখানার কর্তৃপক্ষ তিতাস গ্যাসের সংযোগ নিয়ে কাজ পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তিনটি কারখানা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে লাইফ জিন্স ওয়াসিং কারখানাকে ৫০হাজার টাকা, এনার্জি ওয়াসিং কারখানাকে ৫০ হাজার টাকা ও শিমু ফ্যাশনকে ৩০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।