কাঞ্চনার চেয়ারম্যান রমজান আলী সহ ৩জনকে ছুরিকাঘাত
জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ার ৪নং কাঞ্চনা ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী সহ ৩জন হামলার শিকার হয়েছে।
১৭ই অক্টোবর রোজ বুধবার রাত সাড়ে ৯টার সময় তাদের উপর এই হামলা করা হয়।
জানা যায় মনুফকির হাট সংলগ্ন কাঞ্চনা ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অবস্থান করার সময়ে চেয়ারম্যান রমজান আলীর উপর ছুরিকাঘাতে হামলা চালানো হয়।এবং তাকে উদ্ধার করতে এসে সেই হামলার শিকার হয় চেয়ারম্যানের স্ত্রীর ভাই।রমজান আলীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অপরজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে চরতী ইউনিয়নের দুরদুরী নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী(৩৫) নামক এক ব্যক্তিকে পূর্ব শত্রুতার কারণে তার মাথায় এলোপাতাড়ি ভাবে আঘাত করা হয়।এবং তাকেও চমেক(চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এক সূত্রে জানা যায়।
কাঞ্চনা ইউনিয়ন চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে নানান জায়গায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।এবং এই হত্যার বিষয়ে কেউ কেউ বলেন,জনগণের ভোটে বার বার নির্বাচিত হওয়ায় এবং রাজনৈতিক কারণে কিছু অসাধু রাজনৈতিকের হামলার শিকার।সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম হোসেন কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সমাজে কিছু আগাছা পরগাছা আছে মানুষ ভাল থাকুক শান্তিতে বসবাস করুক সেটা পছন্দ করে না, তাই অশান্তি সৃষ্টি করার জন্য চেয়াম্যানের উপর এই বর্বরোচিত হামলা করেছে যার তীব্র নিন্দা জানাই , এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা হউক।আমাদের দলে কোন কোন্দল নেই দলের কেউ এই হামলায় জড়িত নেই,সন্ত্রাসীরা এই হামলায় জড়িত বলে প্রতিয়মান ।
এদিকে বিশেষ সূত্রে জানা যায়,চেয়ারম্যানের ভাইয়ের সাথে দীর্ঘ দিন হতে বিশেষ এক বিষয়ে বিরোধ চলছে,তার ফলশ্রুতিতে এই হামলা চালানো হয়।
এই বিষয়ে চেয়ারম্যান রমজান আলীর মোবাইলে ফোন দেওয়া হলে তা বন্ধ থাকার কারণে কথা বলা সম্ভব হয় নি। সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান,এই বিষয়ে কোন মামলা এখনো হয় নি,তবে তদন্ত চলছে।