মুকুট হারালেন সাকিব, মুশফিকের উন্নতি
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের তিন বিভাগেই শীর্ষস্থানে পরিবর্তন এসেছে। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডিংয়ে নতুনের অবগাহনে একটি হারানোর সংবাদ আছে বাংলাদেশের। রঙিন পোশাকের এই ফরম্যাটের অলরাউন্ডারের শীর্ষ আসনটা হাতছাড়া করেছেন সাকিব। তবে পরপর দুই ম্যাচে ব্যাটিংয়ে জ্বলে ওঠা মুশফিকের উন্নতি হয়েছে।
বিশ্রাম চান বলে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে খেলেননি সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজে ফিরে এখন পর্যন্ত ম্লান টাইগার অলরাউন্ডার। তাতেই পেলেন দুঃসংবাদ। ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে পাকিস্তানি মোহাম্মদ হাফিজের কাছে শীর্ষস্থান হাতছাড়া।
প্রথম দুই ওয়ানডেতে ব্যাটে-বলে বলার মত কোন পারফরম্যান্স নেই সাকিবের। ব্যাট থেকে এসেছে দুই ম্যাচে ৩৪ রান। পার্লে দ্বিতীয় ওয়ানডেতে ৬০ রান খরচ করে ২ উইকেট পেলেও কিম্বার্লিতে উইকেটহীন ছিলেন। প্রথম ওয়ানডেতে অবশ্য উইকেট পাননি বাংলাদেশের কোনও বোলারই।
অন্যদিকে সাকিবের নিস্প্রভভবতার সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন হাফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে পারফর্ম করেছেন। তাতে ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার। সাকিবের সংগ্রহ ৩৪৫ পয়েন্ট।
তবে ভালোই উন্নতি হয়েছে মুশফিকুর রহিমের। দুই ম্যাচে ১৭০ রান করা টাইগারদের সাদা পোশাকের অধিনায়ক ওডিআইতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এখন ১৮তে। এর আগে ২২তম স্থানে ছিলেন মুশফিক।
টাইগারদের বিপক্ষে শতক হাঁকিয়ে বড় লাফ দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। উঠে গেছেন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে। আর বোলারদের সেরার স্থানটা দখলে নিয়েছেন পাকিস্তানের হাসান আলি।
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থানে আছেন তামিম। অপরিবর্তিত ১৬তম স্থানেই আছেন টাইগার ওপেনার। ১৯তম স্থানে থেকে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা স্থানটা দখলে রেখেছেন সাকিব।