বিসিবি নির্বাচনে প্যানেল একটাই, লড়াই তিনটি পদে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছেন নাজমুল হাসান পাপন। পরে নিজের প্যানেলে কারা আছেন সে নাম ঘোষণা করেন বিসিবির সদ্য বিদায়ী সভাপতি। সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী কাউন্সিলর না হওয়ায় একটি প্যানেলেই হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। একক প্যানেলে নির্বাচন হলেও ঢাকা ও বরিশাল বিভাগে পদের চেয়ে বেশি মনোনয়নপত্র কেনায় ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা থাকছে। বাকি ২২টি পদে থাকছে না প্রতিদ্বন্দ্বিতা।
শুক্রবার বিসিবি কার্যালয়ে এসে মনোনয়নপত্র কেনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান। ঢাকা ও বরিশালের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বলেন, ‘এ দুটি জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা। মনোনয়নপত্র তুলে নেওয়ার সুযোগও রয়েছে। যদি উঠিয়ে না নেওয়া হয় তাহলে নির্বাচন হবে। বরিশাল বিভাগে একটি পদের জন্য দুজন ও ঢাকা বিভাগের দুটি পদের জন্য চারজন মনোনয়নপত্র নিয়েছেন।’
ঢাকা বিভাগ থেকে নাইমুর রহমান দুর্জয় আছেন নাজমুল হাসানের প্যানেলে। ঢাকা বিভাগ থেকে দুটি কোটা থাকায় নতুন একজনের বোর্ড পরিচালক হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের একটি কোটার জন্য নাজমুল হাসানের প্যানেল বেছে নিয়েছে এম এ আউয়াল চৌধুরী ভুলুকে। তবে আরেকজন মনোনয়নপত্র নেওয়ায় প্রতিদ্বন্দ্বিতা থাকছে এখানে। গতবার মুন্সীগঞ্জ জেলা থেকে বোর্ড পরিচালক নির্বাচিত হওয়া মঞ্জুর কাদের এবার নাজমুল হাসানের প্যানেলে এসেছেন ক্লাব থেকে।
বিসিবির পরিচালনা পর্ষদ হবে এবার ২৫ জনের। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, পরিচালক ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে ১ জনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এ ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে ২ জন পরিচালক আসবেন। এর আগে এনএসসি থেকে ৩ জন পরিচালক হয়ে আসতেন। এবার তা দু’জনে নামিয়ে আনা হয়েছে।
আগামী ২৪ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করতে পারবেন কাউন্সিলররা। সেগুলো যাচাই-বাছাই হবে ২৫ অক্টোবর। আপিল গ্রহণ ও শুনানির দিন ধার্য করা হয়েছে ২৮ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ অক্টোবর। বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। ভোটার ১৬৭ জন কাউন্সিলর।
নাজমুল হাসান পাপনের প্যানেল:
ক্যাটাগরি-১ (বিভাগ)
পদ-১০টি
ঢাকা বিভাগ (পদ-২টি): নাইমুর রহমান দুর্জয়।
চট্টগ্রাম বিভাগ (পদ-২টি): আ জ ম নাসির উদ্দিন, আকরাম খান।
খুলনা বিভাগ (পদ-২টি): শেখ সোহেল, কাজী ইনাম আহমেদ।
রাজশাহী বিভাগ (পদ-১টি): শফিউল আলম স্বপন।
বরিশাল বিভাগ (পদ-১টি): এম এ আউয়াল চৌধুরী ভুলু।
সিলেট বিভাগ (পদ-১টি): শফিউল আলম চৌধুরী।
রংপুর বিভাগ (পদ-১টি): অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।
ক্যাটাগরি-২ (ক্লাব ও জাতীয় ক্রীড়া পরিষদ), পদ-১৪টি: নাজমুল হাসান পাপন, এনায়েত হোসেন সিরাজ, আহমেদ সাজ্জাদুল আলম ববি, মাহবুব আনাম, আফজালুর রহমান সিনহা, মঞ্জুর কাদের, জালাল ইউনুস, নজীব আহমেদ, ইসমাইল হায়দার মল্লিক, গাজী গোলাম মোর্ত্তজা, লোকমান হোসেন ভুঁইয়া, হানিফ ভূঁইয়া, শওকত আজিজ রাসেল, তানজিল চৌধুরী।
ক্যাটাগরি-৩ (খেলোয়াড়), পদ-১টি: খালেদ মাহমুদ সুজন।