বান্দরবানের জেলা কল্যাণ ট্রাষ্ট তহবিল উদ্যেগে হতদরিদ্র শিক্ষার্থী মাঝে অর্থ চেক বিতরন জনাব বীর বাহাদুর প্রতিমন্ত্রী।
[চাইথোয়াইমং মারমা রুদ্র জেলা প্রতিনিধি বান্দরবান ] বান্দরবানের জেলা ট্রাষ্ট কল্যান তহবিল উদ্যেগে হতদরিদ্র শিক্ষার্থী মাঝে অর্থ চেক বিতরন অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব উশ্যেসিং বীর বাহাদুর প্রতিমন্ত্রী পাবর্ত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়।এতে বিশেষ অতিথিসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন জনাব,শফিউল অালম অতিরিক্ত জেলা প্রশাসক, জনাব মো:কামরুজামান অতিরিক্ত পুলিশ সুপার,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী মো:এস এম সরওয়ার কামাল, অফিসার,লামা উপজেলা নিবার্হী অফিসার, খিংওয়ানু, জেলা প্রশাসনের সহ কমিশনার মো:অাজিজুর রহমান,শারমীন আক্তার,রেনুসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রতিমন্ত্রী মহোদয় বলেন অস্ত্র ছেড়ে কলম ধর,স্লোগান মধ্যে দিয়ে বক্তব্য শুরু করেন বান্দরবান জেলা একটি উন্নয়ন মডেল রুপ হিসেবে সবার কাছে জনপ্রিয়তা লাভ করেছে।জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ উন্নয়ন ডিজিটাল দিকে এগিয়ে যাচছে বলে সবাইকে অবগত করেন প্রতিমন্ত্রী মহোদয় জানান।প্রতিটি শিশুরা শিক্ষা অালো বঞ্চিত না হয় সবাইকে এগিয়ে অাসতে হবে। জেলা কল্যাণ ট্রাস্ট তহবিল পক্ষ হয়ে ৬৭ জন শিক্ষার্থী হতদ্ররিদ্র মেধাবী মাঝে অর্থ চেক বিতরন করেন। মোট ১লাখ ৬৮ হাজার টাকা প্রদান করা হয়।অাগামীতে এধরনের চলমান চালু অব্যাহত রাখার জন্য বর্তৃত্তা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন অামরা প্রতিবছর জেলা কল্যাণ তহবিল উদ্যেগে হতদরিদ্র শিক্ষার্থীদের কে অাগামী তে বেশি ব্যাপক অাকারে দেব বলে অাশস্ত করেন। তারপর অতিরিক্ত জেলা সুপার বলেন,কোন জাতি কোন দেশ শিক্ষা ছাড়া বিকল্প নেই। প্রতিটি ঘরে শিক্ষা অালোকিত হোক সবাইকে এগিয়ে অাসতে হবে। শেষে সবাইকে ধন্যবাদজ্ঞাপন করে অাজনের অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।