র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
জাহদিুল ইসলাম মহেদেী, বরগুনাঃ “সাবধানে চালাবো গাড়ি নিরাাপদে ফিরবো বাড়ি ”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বরগুনায় ২২ অক্টোবর- ২০১৭ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষ্যে গতকাল সকাল ৯ টায় বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে বিআরটিএ ও নিরাপদ সড়ক চাই ( নিসচা) সংগঠনের সহযোগীতায় বরগুনা জেলা প্রশাসক কার্যলয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমীতে শেষ হয়। পরে পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শিল্পকলা একাডেমীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনার সূচনা হয়। । নিরাপদ সড়ক চাই (নিসচা) বরগুনা জেলা শাখার সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান অভির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমান, বিশেষ অথিতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্জ আঃ রশিদ, প্যানেল মেয়র মোঃ রইসুল আলম রিপন, প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন মিরাজ, বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু, লোকবেতার স্টেশন ম্যানেজার সাংবাদিক মনির হোসেন কামাল, শ্রমিক ফেডারেশনের সভাপতি শুখরঞ্জন শীল প্রমূখ। তাছাড়া জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরগুনা জেলা শাখা বিভিন্ন স্কুলে সচেতনতা মূলক ক্যাম্পেইন সহ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।