আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস/২০১৭ উদযাপন।
মো:নাহিদ আখতার:জেলা ব্যুারো প্রধান:জয়পুরহাট:- আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। সারাদেশের ন্যায় আজ রবিবার জয়পুরহাট জেলাতেও নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়।
আজ ২২ অক্টোবর(রবিবার): জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়ন, জয়পুরহাট মটর মালিক সমিতি ও অন্যান্য মটর ও ইন্জিনচালিত পন্য ও যাত্রী পরিবহন শ্রমিক ও মালিক সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য র ্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষীন শেষে জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনূষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তোফাজ্জল হোসেন জয়পুরহাট । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(সদর)মোঃ একরামুল হক সরকার, সহকারী পরিচালক(ইন্জি:) সড়ক বিভাগ জয়পুরহাট মোঃ হারুনুর রশীদ।
আলোচনা সভার সভাপতির সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-সভার প্রধান অতিথি মোঃ তোফাজ্জল হোসেন-অতিরিক্ত জেলা প্রশাসক,মোঃ একরামুল হক সহকারী পুলিশ সুপার, মোঃ হারুনুর রশীদ সহকারী পরিচালক সড়ক বিভাগ জয়পুরহাট।
আরো বক্তব্য রাখেন জয়পুরহাট মটর মালিক সমিতির সাধারন সম্পাদক বেদারুল ইসলাম বেদ্বীন, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ডাঃ মোবারক হোসেন জুয়েল সহ বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতা কর্মী।
বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে মূলত যারা সড়ক ও মহাসড়কে যানবাহন চালান, হতে পারেন সে গাড়ীর মালিক বা ড্রাইভার তাদের ট্রাফিক আইন সর্ম্পকে জানা এবং সড়ক পথে যানবাহন চালানো অবস্থায় বা পূর্বে নেশা জাতীয় দ্রব্য পরিহার করা, ঘুম ঘুম চোখে গাড়ী না চালানো, গাড়ী চালানো অবস্থায় মোবাইল ফোন রিসিভ না করা বা যাত্রীদের সাথে অযথা কথা না বলা সহ গাড়ী চালোনোর বিভিন্ন নিয়ম ও সড়ক আইন সম্পর্কে সচেনতা বৃদ্ধির উপর জোড় দেন এবং যাত্রী, পথচারী ও চালক সহ সকলকে সর্তক থাকার আহব্বান জানান।
সংক্ষীপ্ত বক্তব্যে জয়পুরহাট জেলা মটর মালিক সমিতির সাধারন সম্পাদক বেদারুল ইসলাম বেদ্বীন বলেন-সবাই সচেতন হলেই সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব। একা চালক বা ট্রাফিক পুলিশ, আইন, পথচারী বা যাত্রী সর্তক হলেই হবে না-আমাদের সকলকে সড়ক দূর্ঘটনা রোধে সচেতন হতে হবে। তবেই জয়পুরহাট জেলা তথা সারা বাংলাদেশে সড়ক দূর্ঘটনা রোধকরা সম্ভব। বেশীর ভাগ সড়ক দূর্ঘটনার মূল কারন হিসাবে অসর্তকতা, নেশা ও ঘুম ঘুম চোখে চালক গাড়ী চালনাকেই বেশী দ্বায়ী হিসাবে তিনি মনে করেন বলে জানান।
আলোচনা সভায় স্থানীয় স্যাটেলাইট ও প্রিন্ট মিডিয়া কর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও গাড়ী চালকগন উপস্থিত ছিলেন।