অবশেষে গাংনীর রাজুর বিরুদ্ধে মামলা
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী থানা পাড়ার রাজুর বিরুদ্ধে অবেশেষে মেহেরপুরের আদালতে মামলা করেছেন বলে ভুক্তোভোগি মেয়ের পরিবার জানিয়েছেন। রবিবার মেহেরপুরে কোর্টে মামলা করেন বলে জানান মেয়ের বাবা। তিনি জানান, প্রথমে গাংনী থানায় মামলা করতে গেলে তারা মেহেরপুর আদালতে যোগাযোগ করার পরামর্শ দেন । এর আগে মামলার প্রস্তুতি নিতে গেলে ছেলে রাজুর বাবা হৃদয় বিয়ের প্রস্তাব দিলে মেয়ের বাবা তাতে রাজি হলে তারা রাত্রিতে বিয়ের প্রস্তুতি নেয় বলে জানা যায়। কিন্তু পরে ছেলের বাবা বিয়েতে রাজি না হয়ে টাকার গরম নিতে থাকে। এভাবে নানান তালবাহানা করে সময় ক্ষেপন করে ছেলে রাজুর বাবা হৃদয়। ভুক্তোভোগি কিশোরী ছাত্রীর বাবা জানান ছেলের বাবা আমাদের সাথে মিথ্যা কথা বলে সময় ক্ষেপন করে তার ছেলে রাজুকে স্বল্প সময়ের মধ্যে বিদেশ পাঠানোর পায়তারা করছে। মেয়ের বাবা দিনমজুর সাজেদুল ইসলাম তার মেয়ের বিচারের দাবিতে বিভিন্ন মহলে ঘুরেও যখন কোন প্রতিকার পাননি তখন উপায়ন্তর না দেখে আদালতের দ্বারস্থ হয়েছেন। এদিকে খবর পেয়ে মেহেরপুরের আমঝুপিস্থ মানব উন্নয়ন সংস্থা মউক ভুক্তোভোগি পরিবারের পাশে দাড়ানোর আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য গত মঙ্গলবার রাত নয়টার দিকে থানা পাড়ার কাজল মাষ্টারের আম বাগানে ডেকে নিয়ে হৃদয়ের ছেলে রাজু কিশোরী ছাত্রীকে ধর্ষন করে বলে অভিযোগ করেন কিশোরীর পরিবার।