রাখাইন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত: সুষমা স্বরাজ
মিয়ানমারের রাখাইন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত—এ কথা উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন
রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়াই একমাত্র সমাধান।
রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ইন্ডিয়া জয়েন্ট কনসালটেটিভ কমিশন-জেসিসি বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠক শেষে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
তিনি বলেন, কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন চায় ভারত বলে জানান তিনি।
বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি ও বিদ্যুৎ খাতে পারস্পারিক সহযোগিতা, সড়ক ও রেলযোগাযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা ইস্যুও।
বৈঠক শেষে ব্রিফিয়ে আসেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে রোহিঙ্গদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতকে উদ্যোগী হওয়ার অনুরোধ করা হয়েছে।
পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রাখাইনের পরিস্থিতি নিয়ে দিল্লির উদ্বেগের কথা জানান।
তার বক্তব্যে রোহিঙ্গা শব্দটি না আসলেও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ভারতের সহায়তার কথা তিনি তুলে ধরেন।
এর পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার ঘোষণাও দেন সুষমা স্বরাজ।