ঝিনাইদহে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
“পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরে প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়া প্রদর্শণী করা হয়। এসময় জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সিভিল সার্জন, ডা: রাশেদা সুলতানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রশিদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: জাহিদুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।