দিনাজপুর হিলিতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড শাখার শুভ উদ্বোধন।
জয়পুরহাট আক্কেলপুর প্রতিনিধি:- শ্রী নিরেন দাস।
বাংলাদেশের আমদানি ও রপ্তানির দ্বিতীয় স্থল বন্দর দিনাজপুর জেলার হাকিপুর (হিলি) উপজেলায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড হিলি শাখার শুভ উদ্বোধনে। হিলি স্থল বন্দর আমদানি রপ্তানি ক্ষেত্রে এখন আরো একধাঁপ এগিয়ে গেলো। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড হিলি শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড শাখার মাননীয় চেয়ারম্যান জনাব, কাজী আকরাম উদ্দীন, বিশেষ অতিথি জনাব, এস এ এম হোসাইন (সম্মানিত ভাইস চেয়ারম্যান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড) বিশেষ অতিথি জনাব, ফেরদৌস আলী খান (সম্মানিত প্রাক্তন ভাইস চেয়ারম্যান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড)
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব, মামুন - উর - রশিদ ( ব্যবস্থাপনা পরিচালক ও সিইও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড) সহ আরো উপস্থিত ছিলেন।
হিলি সি এন্ড এফ এজেন্টস এসোঃ আর উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, জয়পুরহাট চেম্বারের সভাপতি আ:হাকিম মন্ডল, সি এন্ড এফ এসোসিয়েশনের সভাপতি সাবেক মেয়র মোঃ কামাল হোসেন রাজ, আমদানি কারক গ্রুপের আহবায়ক মোঃ হারুনুর রসিদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদ চৌধুরী ব্যবসায়ী শাহিন মন্ডল প্রমুখ। এমন একটি উন্নতমানের ব্যাংকের শাখা উদ্বোধন হওয়াই হিলি স্থল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ীরা আনন্দিত এবং প্রশংসিত প্রকাশ করে বলেন। এমন একটি ব্যাংকের
শুভ উদ্বোধন হওয়াই এই ব্যাংকের সহযোগীতায়। আমাদের সকল প্রকার কাচামাল সহ যে কোন পুণ্য দ্রুত এল,সি করে ভারত থেকে আমদানি কৃত করে সকল পুণ্যের কাজ্যক্রম সম্পন্ন করে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে আমদানি কারকগণ দেশের যে কোন স্থানে পাঠাতে পারবেন, যা দেশের অন্য কোন স্থল বন্দরের পক্ষে সহজ হবে না বলে আশা করছেন তারা।