নওগাঁ বদলগাছীতে ছিনতাইকারী আটকের পর আত্মহত্যার চেষ্টা।
জয়পুরহাট আক্কেলপুর প্রতিনিধি :- শ্রী নিরেন দাস।
নওগাঁর বদলগাছীতে আটকের পর ছিনতাইকারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদে।এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, আক্কেলপুর উপজেলার রাইকালী ইউনিয়নের রাইকালী গ্রামের আমজাদ আলীর ছেলে আরাম আলী (৩৫) দীর্ঘদিন থেকে দুইটি মেয়েকে তার স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় কৌশলে অটোভ্যান চুরি করে আসছিলো। তারা আরো জানান, আরাম বিভিন্ন স্থানে গিয়ে অটোভ্যান ভাড়া করে এবং অটো চালককে বলে তার স্ত্রীর আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবে, খালি হাতে যাওয়া সম্ভব নয় এ কথা বলে তার সহযোগি নারীকে অটোভ্যানে বসিয়ে রেখে অটো চালককে তার মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে মিষ্টি কিনতে যায়। এদিকে আগে থেকে ওৎ পেতে থাকা আরামের অপর সহযোগি আনোয়ার হোসেন ফাইভ ওই অটোভ্যানে থাকা নারীসহ ভ্যান নিয়ে উধাও হয়ে যায়। এদিকে মিষ্টির দোকানে অটোচালককে চা-মিষ্টি খাবার দিয়ে বসিয়ে রেখে আরাম পান কিনতে যাওয়ার নাম করে পালিয়ে যায়। মিষ্টির দোকানে অটোচালক বসেই থাকে অনেক সময় অপেক্ষার পর আরাম ফিরে না আসলে সে তার অটোভ্যানের কাছে ফিরে গিয়ে দেখতে পায় ওই নারীসহ তার অটোভ্যান উধাও হয়ে গেছে। এভাবে আরাম দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় অটোভ্যান চুরি করে আসছিল।
গতকাল সোমবার সকালে আরাম আলী বিউটি নামে একটি মেয়েকে নিয়ে উপজেলার মিঠাপুর বাজারে আসে। এ সময় কয়েকদিন পূর্বে ছিনতাই হওয়া অটোচালক মিঠাপুর বাজারে আরামকে দেখে চিনতে পারে। ওই অটোচালক আরাম আলীকে জাপটে ধরে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে আরাম আলীকে আটক করে মিঠাপুর ইউনিয়ন পরিষদে আটকে রাখে। এ সময় আরাম আলী ইউনিয়ন পরিষদের হলরুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যার চেষ্টা করে। উপস্থিত লোকজন বাইরে থেকে ঝুলন্ত অবস্থায় আরাম আলীকে দেখতে পেয়ে উদ্ধার করে। বদলগাছী থানায় সোপর্দ করে।
এ বিষয়ে বদলগছী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, আরাম আন্তঃজেলা ছিনতাইকারী। তিনি আরো জানান, আরাম আলীর স্ত্রী হিসেবে যে দুই নারী অটোভ্যান ছিনতাইয়ের আরামকে সহযোগীতা করে আসছিলো তারা রাইকালী গ্রামের বিউটি ও জুলেখা এবং ওৎ পেতে থাকা তার অপর সহযোগি আনোয়ার হোসেন ফাইভ ও এরা একটি চক্র। এ বিষয়ে বদলগাছী থানায় মামলা দায়েের করা হয়েছে বলে ওসি জানান।