সাভারে পণ্যবাহি চলন্ত গাড়িতে ডাকাতিকালে আন্ত:জেলা ডাকাত দলের পাঁচ সদস্য আটক ; ট্রাকসহ দেশীয় অস্ত্র উদ্ধার
আব্দুস সাত্তার,সাভারঃ ঢাকা আরিচা মহাসড়কের সাভারে হেমায়েতপুর এলাকায় পণ্যবাহি চলন্ত গাড়িতে ডাকাতিকালে আন্ত:জেলা ডাকাত দলেরও পাঁচ সদস্য আটকরেছে ডিবি পুলিশ। এসময় তল্লাশী চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় ডাকাতিতে ব্যবহৃত পিকআপ ভ্যান ও একটি মোটর সাইকেল। মঙ্গলবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুরে থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে রামদা, চাপাতি, চাকু, চাইনিজ কুরালসহ বিভিন্ন দেশী অস্ত্র পাওয়া যায়। আটকতৃতরা হলো- মনিরুজ্জামান নাইম ওরপে মনির (৩৪), মো. জামাল (২৮), মো. নরু আলম(৩২), মো. হারুন (৪৩) ও মো. জয়নাল (২৮)। এ বিষয়ে ঢাকা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা আরিচা মাহসড়ক থেকে তাদের আটক করা হয়। তাদের সবার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মালা রয়েছে। এই সংবদ্ধ চক্রটি মুলত মহাসড়কে পণ্যবাহী ট্রাক বা যানবাহন ডাকাতি করে। চলন্ত অবস্থায় পণ্যবাহি যানবাহনকে ব্যারিকেট দিয়ে থামিয়ে চালক ও সহকারী হাত পা বেধেঁ মালামাল লুট করে নিয়ে যায়। এর আগেও ঢাকা আরিচা মহাসড়কের কয়েকটি ডাকাতির ঘটনা তার ঘটিয়েছে বলে প্রাথামিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডাকাতি মামলা ও ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করার হয়েছে।