মেয়রের তৎপরতায় গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা বাড়ছে
মেহেরপুর অফিসঃ মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘ দিন সেবার নামে যে দুর্ভোগ চলে আসছিলো তা গাংনী মেয়র আশরাফুল ইসলামের তৎপরতার পর লাঘব হতে শুরু করেছে। এদিকে বিভিন্ন মহল মেয়র আশরাফুল ইসলামের তৎপরতায় গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের দৈন্য দশা থেকে সাধারণ মানুষ সেবা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে এ প্রতিষ্ঠানে প্রতিটি ক্ষেত্রে অব্যাবস্থাপনার মধ্যে দিয়ে কোন রকমে খুড়িয়ে খুড়িয়ে মানুষকে সেবার নামে হয়রানি দেওয়া হতো। ঠিক মতো ওষুধ পাওয়া যেতনা, দুর্গন্ধময় পরিবেশ ছিলো এখানকার স্বাভাবিক ব্যাপার। তার উপর মাদকসেবীদের আড্ডা ছিলো নিত্য দিনের সঙ্গী। মেয়র আশরাফুল ইসলামের তৎপরতায় প্রথমেই তিনি আগদ রোগীদের খাবারের উপর নজর দেন। রোগীদের খাবারে ছিলো এক ভয়াবহ অনীয়ম। যেখানে নিয়মানুযায়ি একজন রোগীর জন্য বরাদ্দ ২৫০ গ্রাম মাছ সেখানে ১০০ গ্রাম করে মাছ দেওয়া হতো। চাউলের ক্ষেত্রেও একই অবস্থা ছিলো। শুধু তাই নয় রোগীদের খাবারের ক্ষেত্রে একেবারেই রাম রাজত্ব কায়েম ছিলো। মেয়র আশরাফুল ইসলামের তৎপরতায় বর্তমানে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে আমুল পরিবর্তন হয়েছে। এ বিষয়ে রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে প্রতিষ্ঠানটির খাবার ও ওষুধ আমরা প্রয়োজন মতো পাচ্ছি। খাবারের প্রতি রোগী ও তার স্বজনরা সন্তুষ্ট বলে জানা যায়। এ তৎপরতা কত দিনের জন্য জানতে চাওয়া হলেমেয়র আশরাফুল ইসলাম জানান আমি জনগনের সেবক সেবা তাদের সেবা বাস্তবায়ন করা আমার কাজ। সেবা থেকে জনগণকে বঞ্চিত হতে দেবনা। তাছাড়া গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার নামে জনগণের সাথে যে প্রতারণা করা হচ্ছিলো আমি জানার পর থেকেই তৎপর হই। তিনি আরো জানান আমার জান থাকতে এখানে কোন ফাকিবাজি সহ্য করা হবেনা । গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার আমুল পরিবর্তনে স্থানীয়রা মেয়র আশরাফুল ইসলামকে সাধুবাদ জানান।