বিএনপি বর্জন করলে ইসির পক্ষে নির্বাচন আয়োজন মুশকিল
গতবার বিএনপি নির্বাচন বর্জন করায় অনেক ক্ষতি হয়েছে— এবার বর্জন করলে নির্বাচন কমিশন- ইসির পক্ষে নির্বাচন আয়োজন করা মুশকিল হবে।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।
আর সাবেক প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুর রউফ মনে করেন সরকারি কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না।
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সমঝোতা তৈরিতে ইসিকে উদ্যোগ নেয়ারও পরামর্শ দিয়েছেন অনেকে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষতার স্বার্থে রাজনৈতিক দলগুলোসহ বিভিন্ন স্টেক হোল্ডালদের সঙ্গে ধারাবাহিক আলোচনার শেষ দিন ছিল মঙ্গলবার।
এদিন সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে মতবিনিময় করেন বর্তমান নির্বাচন কমিশন।
মতবিনিময় শেষ সাংবাদিকদের সঙ্গে আলোচিত বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক নির্বাচন কমিশনাররা।