সৈয়দপুরে উড্ডয়নের সঙ্গে সঙ্গে খুলে পড়লো বিমানের চাকা
মো: জিয়াউর রহমান
নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের সঙ্গে সঙ্গে একটি চাকা খুলে পড়েছে। ২৫ অক্টোবর বুধবার সকাল ৯টায় এই ঘটনাটি ঘটে। পরে অবশ্য ফ্লাইটটি নিরাপদে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ জানান, বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে এবং সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘তেমন কিছু ঘটেনি।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সকালের বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইটে যাত্রী নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই এর পেছনের একটি চাকা খুলে রানওয়ের বাইরে ডোবায় পড়ে যায়।