তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্টিত
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত,নদী/খাল পূনঃখননের জন্য কাবিটা স্কীম প্রনয়নে ১২সদস্য বিশিষ্ট বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্টিত হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উপদেষ্টা তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,সদস্য সচিব সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ইমরানুল হক,সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম,উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমদ,উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ হোসেন ভূইয়া,স্থানীয় গন্যমান্য ব্যক্তি হাজী আব্দুছ ছোবাহান আখঞ্জি,গনমাধ্যম প্রতিনিধি আমিনুল ইসলাম,কৃষক প্রতিনিধি ইকবাল হোসেন তালুকদার,মৎস্যজীবি প্রতিনিধি সজল বর্মন। তাহিরপুর উপজেলঅ নির্বাহী অফিস সূত্রে জানা যায়,কাবিটা নীতিমালা ২০১৭এর আলোকে এ কমিটি গঠন করা হয়েছে। সভায় উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কো-অপট সদস্য করা হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলীদের পাশাপাশি তাহিরপুর উপজেলায় কর্মরত প্রকল্প বাস্তবায়ন অফিস ও এলজিইডির আরো ২জন উপসহকারী প্রকৌশলীকে বাঁধের কাজ তদরকির দায়িত্ব দেয়া হয়। আগামী শনিবার উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের বাঁধগুলো পরিদর্শন করে প্রাথমিকভাবে পরিমাপ করা হবে। পর্যাক্রমে বাকী ৫টি ইউনিয়নের বাঁধগুলো পরিমাপ করা হবে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব জানান, আগামী ৩০ নভেম্বর এর মধ্যেই উপজেলার সকল পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প কমিটি অনুমোদন করা হবে।