মুজিবনগরে জেলা ইটভাটা মালিক সমিতির আলোচনাসভা ঝিকঝাক ইটভাটা মালিকদের টিনের চিমনির ইটভাটা বন্ধের দাবি
মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগর মোটেলে জেলা ঝিকঝাক ইটভাটা মালিক সমিতির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাভা অনুষ্ঠানে ঝিকঝাক মালিক সমিতির নেতৃবৃন্দ টিনের চিমনির ইভাটা গুলো বন্ধের দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট। তারা বলেন সবর্চ্চ শক্তিপ্রয়োগ করে হলেও আমরা টিনের চিমনি ইটভাটা গুলো বন্ধ করব। আমরা সব সময়ে আমাদের ভাটা গুলো ব্যপক খরচ করে পরিবেশ বান্ধব ভাটা নির্মাণে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু ব্যঙয়ের ছাতার মতই অবৈধ ভাবে মেহেরপুর জেলায় গড়ে উঠেছে টিনের চিমনি। আর প্রশাসন বার বার বন্ধের ঘোষনা দিয়েও অজানা কারণে বন্ধ করতে পারছে না। তারা আরো বলেন, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জেলার মধ্যে মেহেরপুর জেলায় সব থেকে বেশি টিনের চিমনি ভাটা। তাই প্রশাসনের নিকট অবিলম্বে এসব ভাটা গুলো বন্ধ করা হোক। গতকাল বুধবার দুপুরে মুজিবনগরে মোটেলে আলোচনাসভায় নেতৃবৃন্দ দাবি গুলো করেন। অনুষ্ঠানে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে ও জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আক্তারুজামান আক্তার, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজামান মনি, ইটভাটা মালিক সমিতির নেতা ও জেলা পরিষদ সদস্য তোফাজ্জেল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্ট ও বামন্দীর সোনালী ইটভাটা সত্বাধীকারী চপল বিশ্বাসসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।