মালয়েশিয়ায় নিহত ৪ বাংলাদেশির মরদেহ দেশে আসবে বৃহঃপতি বার।
মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৪ বাংলাদেশি শ্রমিকের মরদেহ বাংলাদেশে আসবে বৃহঃপতি বার।মালয়েশিয়ার পেনাং রাজ্যে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল দাতো ইসমাইল নিহতদের মালিক পক্ষের সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আব্দুর রহমান ও হোসেন মিয়ার গ্রামের বাড়ি কক্সবাজার।নিহত নুর আলমের গ্রামের বাড়ি মাগুরা এবং নিহত মনিরুল ইসলামের গ্রামের বাড়ি যশোর।
তিনি বলেন,নিহত আব্দুর রহমান ও হোসেন মিয়ার মরদেহ মালয়েশিয়া এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে বৃহঃপতি বার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে এবং নুর আলম ও মনিরুল ইসলামের মরদেহ অন্য একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছাবে।
দূতাবাসের শ্রম কাউন্সিলর মোঃ সায়েদুল ইসলাম জানান,উপযুক্ত ক্ষতিপুরুন আদায়ে মালিক পক্ষের সাথে আলোচনা চলছে।
উল্লেখ্য,গত ২১ অক্টোবর মালয়েশিয়ার পেনাং রাজ্যে একটি নির্মান প্রকল্পে ভূমিধসে ৪ বাংলাদেশি শ্রমিক নিহত হন।