মুসলিম হলে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষকদের চাকরি জাতীয়করণের জোরদাবী
চট্টগ্রাম ব্যুরোঃ বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের আন্দোলনকে সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য সকল স্তরের শিক্ষক কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়। আজ ২৬ অক্টোবর সকাল ১১ টায় মুসলিম ইনস্টিটিউট হলে শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মুহিবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এ আহ্বান জানান। দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে, শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষায়, চাকরির নিরাপত্তা বিধানে এবং আর্থিক স্বচ্ছলতার প্রয়োজনে বে-সরকারি শিক্ষকদের চাকরি জাতীয়তকরণ এখন সময়ের দাবী উল্লেখ করে প্রধান অতিথি আগামী ২০ ডিসেম্বরের মধ্যে এ দাবী মেনে নেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া বলেন, আন্দোলনে যখন নেমেছি দাবী আদায় করে ঘরে ফিরবো। ত্রি-বার্ষিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মহাসচিব চৌধুরী মুগিস উদ্দীন মাহমুদ। বাংলাদেশ শিক্ষক সমিতির অতিরিক্ত মহাসচিব মোঃ জাকির হোসেনের প্রধান বক্তা এবং চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক মোঃ এনামুল হক এনাম, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সম্পাদক মোঃ শাহ নেওয়াজ, বাংলাদেশ মাদ্রাসার শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা দেলোয়ার হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য আলমগীর হোসেন সহ-মহাসচিব অধ্যক্ষ আব্দুর রহমান, ফরিদপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সেলিম মিয়া, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক নাজেমুল হক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারী, বেসরকারী বৈষম্য দূরীভূত করে আগামী দিনের দেশ ও জাতি গঠনের যোগ্য নাগরিক সৃষ্টিতে সহতায়তা দানের লক্ষে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য সরকারের নিকট জোর দাবী জানিয়ে সম্মেলনে বক্তব্য রাখেন-সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুচ ছাত্তার মজুমদার, সদস্য সচিব এম.এ. ছফা চৌধুরী, গোলাম রহমান, বাকশিস চট্টগ্রাম জেলা সচিব মোহাম্মদ ওসমান গণি, কক্সবাজার জেলা সচিব মোঃ হোসাইনুল ইসলাম মাতব্বর, রাঙ্গামাটি জেলা সচিব শিবলী শান্তি চাকমা, খাগড়াছড়ি জেলা সচিব অংপ্র“ মারমা, বান্দরবান জেলা সচিব হিতোস্ময় বড়–য়া, চট্টগ্রাম মহানগর শাখার চট্টগ্রাম মহানগর শাখার সচিব মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সচিব বাবু কমল কান্তি ভৌমিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা মোঃ আবদুল হান্নান, মোঃ জাহাঙ্গীর আলম ও আবদুল মাবুদ। শিক্ষক নেতৃবৃন্দ ৮ম পে-স্কেল অনুযায়ী সরকারি স্কুল কলেজ এর শিক্ষকদের অনুরূপ বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ীভাড়া, চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদানের এবং বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত নন এমপিও শিক্ষকদের এমপিও ভুক্ত করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। এমপিও ভুক্ত বে-সরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর ভাতা ও কল্যাণট্রাস্টের জন্য ৪ শতাংশ বর্ধিত চাঁদা কর্তনের গেজেট অবিলম্বে প্রত্যাহার করার জন্যও শিক্ষক নেতৃবৃন্দ সরকারের নিকট জোর দাবি জানান। সম্মেলনে এম এ ছফা চৌধুরীকে সভাপতি, কমল কান্তি ভৌমিককে সচিব ও মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীকে অতিরিক্ত সচিব করে ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।