রাজশাহী নগরীতে ইন্স্যুরেন্সের টাকা ফেরত চাইতে গিয়ে নির্যাতনের শিকার ২ নারী |
শিবলী সাদিক: রাজশাহীতে ইন্স্যুরেন্সের অর্থ ফেরত চেয়ে নির্যাতন ও শ্লীলতাহানির শিকার হয়েছেন দুই নারী।নগরের মতিহার থানার কাজলা এলাকায় নির্যাতন ও শ্লীলতাহানির শিকার ওই দুই নারী থানায় মামলা করে নিরাপত্তাহীনতায় রয়েছেন। নির্যাতনকারিদের হুমকির মুখে তারা এখন ভিতসন্ত্রস্ত। পুলিশ নির্যাতনকারিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো ঘটনাটি মিমাংসা করে নেয়ার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতরা।
গত ২০ অক্টোবর বিকেল ৫ টার দিকে নির্যাতনের শিকার হন কাজলা এলাকার মনিরুজ্জামানের স্ত্রী রাহেনা বেগম (৪৯) ও তার মেয়ে মিলি জামান (২৬)। ইন্স্যুরেন্সের জমানো অর্থ ফেরত চাইতে গিয়ে তারা নির্যাতন ও শ্লীলতাহানির শিকার হন। এ ঘটনায় ওইদিন রাতে মতিহার থানায় চারজনের নামে একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামীরা হলেন, কাজলা এলাকার মানিক (৩৮), তার ভাই ইদ্রিস (৩৫), হানিফ (৩০), ইদ্রিসের স্ত্রী আয়শা (২৮) ও গোলাম মোস্তফা। এদের মধ্যে আয়শা পপুলার ইন্সুরেন্সের প্রতিনিধি।
মামলার বাদি মিলি জামান বলেন, মামলা দায়ের করার তিনদিনেও পুলিশ বিষয়টি তদন্তে ঘটনাস্থলে বা আসামীদের গ্রেপ্তারে কোন পদক্ষেপ নেয়নি। এ সুযোগে আসামীরা বাড়িতেই অবস্থান করে তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি তার ছয় বছরের সন্তানকেও তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় তারা। নির্যাতনকারিদের অব্যাহত হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় এবং বাড়িতে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানান মিলি।
তিনি আরও বলেন, ঘটনার পর মামলা করতে থানায় গেলে পুলিশ বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করে নিতে বলে। এতে রাজি না হলে পুলিশ নিজে এজাহার লিখে তার সাক্ষর নিয়ে মামলাটি রেডর্ক করে। কিন্তু আসামীদের রক্ষা করতে পুলিশ কৌশলে এজাহার থেকে নারী নির্যাতন ও ছিনতাইয়ের বিষয়টি বাদ দিয়েছে। মামলায় মারপিট করে সামন্য আহত ও চুরির ধারা দেয়া হয়েছে বলে অভিযোগ করেন মিলি।