মুন্সীগঞ্জে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। সকাল ১০ টার দিকে পুলিশ লাইন্স থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়াম্যান মো. আনিছউজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়ও জেলার সকল শ্রেণী পেশার মানুষ এ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রবীন কুমার গাঙ্গলী সভাপতিতে¦ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্দি দাস, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, (এডিএম) একে এম শওকত আলম মজুমদার, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ মেজর মোহাম্মদ গাজী তাওহিদুজ্জামান, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন।