জয়পুরহাটে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার।
জয়পুরহাট আক্কেলপুর প্রতিনিধি:- শ্রী নিরেন দাস।
জয়পুরহাট সদরে রায়হান হোসেন মুন নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা।
শনিবার ২৮ অক্টোবর সন্ধ্যায় জেলা ডিবি কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
ভুয়া ম্যাজিস্ট্রেট রায়হান হোসেন মুন বগুড়া সদর উপজেলার গকুল গ্রামের রেজাউল করিমের ছেলে।
জয়পুরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, মনিরুল ইসলাম অন্যান্য সংবাদ পত্রপত্রিকার সাংবাদিকদের মতো চ্যানেল ফোর টিভি কেও জানান, গত তিন দিন আগে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে মাদকসহ মাদক ব্যবসায়ী লাইলী নামে এক মাদক বিক্রেতাকে আটক করে ডিবি। শনিবার সন্ধ্যায় মুন নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মাদক বিক্রেতা লাইলীকে আটকের বিষয়ে ব্যাখা সহ বিভিন্ন প্রশ্ন করেন তার চান।
এসময় দায়িত্বরত ডিবি পুলিশ তাকে চ্যালেঞ্জ ছুড়লে বেরিয়ে আসে মুন একজন ভুয়া ম্যাজিস্ট্রেট। পরে তাকে ওই কার্যালয় থেকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর রোববার ২৯ অক্টোবর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম।