সরকারি প্রাথমিক বিদ্যালয় "প্রধান শিক্ষকের এক ধাপ নিচে বেতন চান সহকারী শিক্ষকরা"
সদরুল অাইন বার্তা প্রধান, চ্যানেল ফোর নিউজ, ঢাকা।
প্রধান শিক্ষকের এক ধাপ নিচে বেতন নির্ধারণসহ ৫ দফা দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার রাজধানীর পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ নামের একটি সংগঠন সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে জানানো হয়, দাবি আদায়ে ২৩ মার্চ সারা দেশ থেকে সহকারী শিক্ষকরা প্রধানমন্ত্রী বরাবর পোস্ট কার্ডে খোলা চিঠি পাঠায়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমিন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক হালিমুজ্জামান, শিক্ষক নেতা খসরুজ্জামান, আবে কাওসার জাহান, মনসুর আলম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।শিক্ষকদের বাকি দাবিগুলো হল- পুরুষ-মহিলা নির্বিশেষে সবার জন্য নিয়োগ যোগ্যতা ন্যূনতম স্নাতক করা; সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক থেকে পদোন্নতি; মহাপরিচালক পর্যন্ত এই পদোন্নতির ধারা সৃষ্টি; প্রাথমিক শিক্ষকদের অর্জিত ছুটির বিধান প্রবর্তন; প্রত্যেক বিদ্যালয়ে একজন করে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা।