সাভারে বকেয়া বেতনের দাবীকে ট্যানারী শ্রমিকদের বিক্ষোভ
আব্দুস সাত্তার, সাভার: গত চার মাসের বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবীতে সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারিতে একটি কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরিণধরা এলাকার ‘আর এম এম লেদার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’ কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, আর এম এম লেদার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানা কর্তৃপক্ষ গত চার মাসের প্রায় শতাধিক শ্রমিকদের বকেয়া বেতন না দিয়েই কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে মুল ফটকে নোটিশ টাঙিয়ে দেন কর্তৃপক্ষ।
পরে রোববার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে গিয়ে বন্ধের নোটিশ দেখে কারখানার সামনে বিক্ষোভ করে অবস্থান নেন।
চার মাসের বকেয়া বেতন না পাওয়ায় শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। এমন অবস্থায় শ্রমিকরা বাড়ি ভাড়া ও দোকানের বাকি টাকা পরিশোধ করতে না পারায় ইতিমধ্যে অনেক শ্রমিক বাড়ি থেকে বের করে দেয়ার কথাও বলেছেন বাড়ির মালিকরা।
বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন। আগামীকাল সকাল থেকে আবার তারা অবস্থান নিবেন বলে জানান শ্রমিকরা।
এদিকে আর এম এম লেদারের চেয়ারম্যান মাইনুদ্দিন বলেন, কারখানাটিতে গ্যাস না থাকায় তারা কারাখানাটি আপাতত বন্ধ রেখেছেন। তাহলে শ্রমিকদের বেতন না দিয়ে কেন কারখানা বন্ধ রেখেছেন এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, মালিক শ্রমিক উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের জন্য কাজ করা হচ্ছে। পাশাপাশি যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।