শেখ তামিম: কাতার সংকটের মধ্যস্থতা করতে চান ট্রাম্প
কাতার সংকটের মধ্যস্থতা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ও তার বিরোধী বাহরাইন, মিশর, সৌদি আরব ও আরব আমিরাতের মধ্যে চলা সংকটে মিত্র দেশ হিসেবে আমেরিকা মধ্যস্থতাকারী দেশ হিসেবে এ সংকট নিরসনে আগ্রহী। তবে ওই প্রস্তাবে এখন পর্যন্ত অবরোধকারী দেশগুলো সাড়া দেয়নি।
আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসের নিউজ প্রোগ্রাম ‘সিক্সটি মিনিটস’ –এ কাতারের আমির শেখ তামিম এসব তথ্য জানান। কাতারের আমির বলেন, ‘তবে শিগগিরই এ বৈঠক হতে পারে।’ রোববার রাতে সম্প্রচার হওয়া অনুষ্ঠানে সৌদি নেতৃত্বাধীন জোটকে শেখ তামিম বিন হামাদ আল থানি সতর্ক করে বলেন, ‘যদি অবরোধকারী দেশ সামরিক অভিযানের চিন্তা করে তবে তা কেবল আরব অঞ্চলকেই বিশৃংখলায় নিমজ্জিত করবে।’
গত সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ বলেছিলেন, সহিংসতা রোধে মার্কিন প্রেসিডেন্ট মধ্যস্থতা করে সহায়তা করতে পারেন।
সিক্সটি মিনিটসে নামের ওই অনুষ্ঠানে সামরিক হুমকির কথা স্বীকার করে শেখ তামিম বলেন, ‘আমি ভয় করছিলাম, কারণ সামরিক অভিযান হলে এ অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) বিশৃংখলা ছড়িয়ে পড়বে।’
এদিকে এ অনুষ্ঠান প্রচারের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারাশ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, সৌদি আরব ও আরব আমিরাতের বিরুদ্ধে পশ্চিমা মিডিয়ার আক্রমণ হতাশাজনক। আর কাতারের উচিত অবরোধ মেনে নেয়া অথবা (শর্ত মেনে) সমাধানের দিকে ধাবিত হওয়া।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের তরুণ শাসক শেখ তামিম বিন হামাদ আল থানি আমির হওয়ার আগে কাতারের সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার-ইন-চিফ ছিলেন। তিনি ২০৩০ ভিশন প্রকল্পের সভাপতি এবং ‘কাতার ২০২২ সুপ্রিম কমিটি’র প্রধান। যে কমিটি আমিরাতে ‘২০২২ ফিফা বিশ্বকাপ’ অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে নিয়োজিত।