জয়পুরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধার পরেও সমাবেশ পালন।
জয়পুরহাট আক্কেলপুর প্রতিনিধি:- শ্রী নিরেন দাস।
মায়ানমার থেকে বাংলাদেশে আসা আশ্রয়ার্থী রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জয়পুরহাট জেলা-থানা-শহর ও কলেজ ছাত্রদল শাখার বিক্ষোভ মিছিল মূল শহরে বের করার চেষ্টা করলে। পুলিশী বাঁধার মুখে পরলে বিক্ষোভ মিছিল সফল করতে না পেরে। মিছিলটি ঘুরে গিয়ে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশে অনুষ্ঠিত করে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি - মাসুদ রানা প্রধান। সমাবেশের
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক নাফীজুর রহমান পলাশ সহ আরও
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সভাপতি সেলিম রেজা ডীউক, সদর ছাত্রদলের সভাপতি মোক্তাদুল হক আদনান সহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তাগণদের মধ্যে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান বক্তব্যে বলেন আমাদের দেশনেত্রী শত বাঁধা অতিক্রম করে কক্সবাজারে পৌঁছিয়েছেন এবং আগামী দিনে আজকের এই অবৈধ আওয়ামীলীগ সরকারের সকল নির্যাতন জুলুমের বিরুদ্ধে জনগন কে সাথে নিয়ে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন আমাদের দেশনেত্রী বেগম জিয়া ইনশাআল্লাহ। আর সেই আন্দোলন ও সংগ্রামে জাতীয়তাবাদীর আদর্শের সকল সৈনিকদের ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়ে সমাবেশ সমাপ্ত করেন জয়পুরহাট জেলা ছাত্রদল সভাপতি।