মানবিকতার দোহাই দিয়ে চট্টগ্রামে খালেদা জিয়ার নির্লজ্জ নির্বাচনী শোডাউন জাতিগত নিধনের মুখোমুখি
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম) শনিবার মধ্যরাতে চট্টগ্রাম পৌঁছানোর আগে থেকেই খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামকে অচল করে দেয়া হয়েছিল। যাত্রা পথে তাকে বরণ করার নামে উচ্ছৃঙ্খল দলীয় লোকজনের বেপরোয়া আচরণ জনগণকে অসহায় পরিস্থিতির মুখোমুখি করে।এরফলে বিএনপি ও খালেদা জিয়ার ‘গণবিরোধী অপকর্ম’ আবারও সুস্পষ্ট হয়েছে।
যদি রোহিঙ্গা শরনার্থীদের পাশে দাঁড়াতে তিনি (খালেদা জিয়া) আন্তরিক থাকতেন তাহলে ‘নির্বাচনী শোডাউন’ না করে ঢাকা থেকে সরাসরি বিমানযোগে কক্সবাজার যেতে পারতেন।তা না করে অসৎ উদ্দেশ্যে মানবতাকে উপলক্ষ করে কূটচক্রে লিপ্ত হয়েছেন। সফরকে উপলক্ষ করে দলীয় নেতাদের নামে বিশাল ফেস্টুন, ব্যানার ও পোস্টার সাঁটিয়ে দল ও নেতৃবৃন্দ কুরুচির পরিচয় দিয়েছেন।
রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও আশ্রয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছেন।বিতাড়িত রোহিঙ্গাদের জন্মভূমিতে ফেরাতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে তার কূটনৈতিক উদ্যোগ এখন সফলতার দ্বারপ্রান্তে। রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে সৃষ্ট অনুকূল পরিস্থিতিকে জটিল ও ঘোলাটে করতে বেগম খালেদা জিয়ার এই সফর একটি ন্যক্কারজনক অভিসন্ধি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খালেদা জিয়া ও বিএনপি এখন থেকেই জনমনে ভীতি সঞ্চারের পাঁয়তারা চালাচ্ছেন।বেগম জিয়ার সফরকালে মিছিল থেকে আওয়ামী লীগ ও দলীয় প্রধানের বিরুদ্ধে উস্কানিমূলক ও আক্রমণাত্মক শ্লোগান দেয়া হয়। নগরীর বিভিন্ন স্থানে বিএনপির দলীয় নেতাকর্মীরা নিজেদের মধ্যে মারামারি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও চট্টগ্রামবাসী এতে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন।