রোহিঙ্গা সংকট: বাংলাদেশ-মিয়ানমার সফরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশ ও মিয়ানমারে আসছে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইমন হেনশ'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
আগামী ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তারা বাংলাদেশ ও মিয়ানমার সফরের মধ্যে থাকবেন।
সফরকালে দলটি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, দাতা ও মানবিক ত্রাণ সহায়তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। এতে রোহিঙ্গাদের জীবন রক্ষায় সহযোগিতা দেয়ার বিষয়গুলো উঠে আসবে।
আগামী ৪ নভেম্বর পর্যন্ত তারা বাংলাদেশ ও মিয়ানমার সফর করবেন।
প্রতিনিধি দলটির মধ্যে রয়েছেন: গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট বাসবি, দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টম ভাজদা, পূর্ব-এশিয়া ও প্যাসিফিক বিষয়ক ব্যুরোর অফিস ডিরেক্টর প্যাট্রিসিয়া মাহোনি।
এ সময় মিয়ানমারের রাখাইনে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে আলোচনা করবেন। একইসঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা বাড়ানোর বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়াও দলটি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে রোহিঙ্গা সংকটের দীর্ঘ মেয়াদী সমাধানে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নিয়ে আলোচনা করবে। রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত আগস্টে মিয়ানমারের রাখাইনে মিয়ানমার সেনাবিনীর নতুন করে অভিযান শুরুর পর নির্যাতন ও মৃত্যু থেকে বাঁচতে এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের নেত্রী অং সান সূচি সেনাবাহিনীর এই অভিযানকে "সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই" হিসেবে বর্ণনা করলেও জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও গোষ্ঠী একে জাতিগত নিধন বলছে।
এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট নিরসনে আলোচনা জন্য মিয়ানমার ও বাংলাদেশে প্রতিনিধি দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তারা দুই দেশ সফর করবেন।
দলটি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে রোহিঙ্গা সংকটের দীর্ঘ মেয়াদী সমাধানে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
এছাড়াও প্রতিনিধি দলটির কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।