রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল থেকে হাতবোমার বিষ্ফোরণ
শিবলী সাদিক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রশিবিরের এক নেতাকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে পুলিশ ওই শিবির নেতাকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক আরিফুর রহমান বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওর্য়াদী হল শাখা শিবিরের সেক্রেটারী ও ফারসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
এই ঘটনার পরপরই বিনোদপুরের মন্ডলের মোড়ে ঝটিকা মিছিল করে শিবিরের নেতাকর্মীরা। এসময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় তিনটি হাতবোমার বিষ্ফোরণ ঘটনানো হয়। বিকট শব্দে বোমা তিনটির বিস্ফোরণ ঘটলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সেখানে পুলিশ পৌছার আগেই শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়।
এদিকে, বিশ^বিদ্যারয় সংলগ্ন বিনোপুর এলাকায় শিবিরের ঝটিকা মিছিল ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো কেন্দ্র করে ছাত্রলীগের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারিদের হাতে ধারালো অস্ত্র, রড ও লাঠিসোটা দেখা যায়।
ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জানায়, ক্যাম্পাসে পাঁচ-ছয় জন নিয়ে ঘোরাঘুরির সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আরিফকে সন্দেহ করে। পরে আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য বঙ্গবন্ধু হলে নিয়ে যাওয়া হয়। সেখানে আরিফ শিবিরের শহীদ সোহরাওর্য়াদী হল শিবিরের সেক্রেটারী বলে জানায়। পরে তাকে পুলিশে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, এর আগেও হল থেকে আরিফকে পুলিশে দেয়া হয়েছিল। ক্যাম্পাসে সাংগঠনিক কর্মকান্ড চালানোর সময় ছাত্রলীগের কর্মীরা তাকে ধরে পুলিশে দেয়। আরিফকে পুলিশে দেয়ার পরই শিবির মিছিল বের করে বোমার বিস্ফোরণ ঘটনায়। এর প্রতিবাদে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বলে রুনু জানান।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আমি শুনেছি শিবিরের একজনকে পুলিশে দিয়েছে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, আরিফুর রহমান নামের শিবিরের একজনকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। তাকে আটক করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি বলেন, তাদের একজনকে আটকের প্রতিবাদে শিবির নেতাকর্মীরা বিনোদপুর এলাকায় মিছিল বের করে। মিছিল থেকে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তবে সেখানে পুলিশ পৌছার আগেই শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়।