মাশরাফী ক্রীড়া সংস্কৃতি গড়তে বললেন
খেলাধুলার প্রসার বাড়াতে ক্রীড়া সংস্কৃতি গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার সন্ধ্যায় গুলশানে দেশের প্রথম ক্রীড়াভিত্তিক রেডিও স্টেশন রেডিও এজ ৯৫.৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে মাশরাফী বলেন, ‘শুধুমাত্র ক্রিকেট বা ফুটবলকে হাইলাইট না করে অন্যান্য যেসব খেলা রয়েছে সব খেলাকেই তুলে ধরা উচিত, যাতে দেশে ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।’
কেক কাটার মধ্যে দিয়ে সম্প্রচার শুরু হয় বিশেষায়িত রেডিও স্টেশনটির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম, সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, রেডিও এজ-এর ম্যানেজিং ডিরেক্টর শাফকাত সামিউর রহমান, পরিচালক আশিক আহমেদ ও মির্জা শিবলী।
অনুষ্ঠানে মধ্যমণি হয়ে ছিলেন মাশরাফী। তিনি বলেন, ‘আমরা খেলোয়াড় হিসেবে সবসময় চেয়েছি শুধুমাত্র ক্রীড়াজগত নিয়ে একটি চ্যানেল হোক। সেই চাওয়া আজ পূরণ হলো। রেডিও এজের মাধ্যমে সেই যাত্রা শুরু হলো। সামনে হয়তো টিভি চ্যানেলও চলে আসবে। শুধুমাত্র খেলার সংবাদ নিয়ে চ্যানেল হলে খেলোয়াড়রা উৎসাহিত হবে।’
মামুনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াজগতকে উৎসাহিত করার জন্য কোনো বিশেষায়িত মিডিয়া ছিল না। রেডিও এজের মাধ্যমে যাত্রা শুরু হলো। আশা করি, ধীরে ধীরে অনেক ক্রীড়া চ্যানেল হবে।’
মাবিয়া বলেন, ‘খেলাধুলা নিয়ে রেডিও স্টেশন হয়েছে। এখানে খেলাধুলার ইতিহাস নিয়ে আলোচনা হবে। একটা সময় সব কিছুই দলিল হয়ে থাকবে। শুধু নতুনদের নিয়ে নয় পুরনো খেলোয়াড়দের যেন আনা যায়। টিভি চ্যানেল হলে আগের খেলাগুলোও মানুষ দেখতে পারবে। তা থেকে নতুনরা শিখতে পারবে।’
রেডিও এজ’র ব্যবস্থাপনা পরিচালক শাফকাত সামিউর রহমান বলেন, ‘রেডিও এজ শুধুমাত্র ধারাভাষ্য কেন্দ্রিক একটি স্টেশনে পরিণত হবে না। এ স্টেশনটি প্রধান দুই খেলা ক্রিকেট ও ফুটবলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেশ ও আন্তর্জাতিক পর্যায়ের সব ধরণের খেলার আপডেট, ধারাভাষ্য, ভেতরের খবর, খেলোয়াড়দের ব্যক্তিজীবন, স্পোর্টস ফ্যাশনসহ ক্রীড়া সম্পৃক্ত সম্ভাব্য সব বিষয়ই হবে রেডিও এজের অনুষ্ঠানের উপজীব্য।’
রেডিও এজ’র পরিচালক মির্জা শিবলী বলেন, ‘বাংলাদেশে এক সময়ের জনপ্রিয় কিন্তু কালের গর্ভে হারিয়ে যাওয়া খেলাগুলোকে আমরা ফিরিয়ে আনতে চাই নতুন প্রজন্মের সামনে। আমরা দেশের সব স্পোর্টস ফেডারেশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।”
রেডিও এজ শোনা যাবে এফএম ৯৫.৬ টিউন করে। পাশাপাশি অনলাইনেও রেডিও এজের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি সব অনুষ্ঠান সম্প্রচার করা হবে। শ্রোতাদের জন্য মানসম্মত ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রচারের লক্ষ্যে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরির পরিকল্পনা হচ্ছে বলে জানান রেডিও এজের কর্মকর্তারা।