শিক্ষামন্ত্রীর শোক প্রকাশ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থিদের ত্রাণ দিয়ে বাড়ি ফেরার পথে মারাত্মক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ যুবকের জানাজার নামাজ আগামীকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে শোকাহত সকলের উপস্থিতি কামনা করেছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর ও বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আজাদ উদ্দিন। এদিকে সরকারি সফরে ফ্রান্সে অবস্থানরত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি সড়ক দুর্ঘটনায় ৬জনের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন বিয়ানীবাজার পৌরশহরের জামানপ্লাজার রূপশী ফ্যাশনের পরিচালক মাথিউরা পূর্বপার গ্রামের রেজাউল করিম, শখ কসমেটিক্সের পরিচালক ছোটদেশ গ্রামের খায়রুল বাশার খয়ের, মতিন ক্লথ স্টোরের সেলসম্যান শ্রীধরা গ্রামের জুবের আহমদ, মরটিনের ডিলার কাকরদিয়া গ্রামের ইকবাল আহমদ, কসবা গ্রামের বাবুল আহমদ ও গাড়ির চালক বাবুল। এ ঘটনায় হাফিজ ক্লথ স্টোরের হাফিজ উদ্দিন ও জারি ফ্যাশনের দেলওয়ার হোসেন আহত হন। জানা যায়, নরসিংদী জেলার মাধবপুর এলাকার কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। বিয়ানীবাজারগামী মাইক্রোবাস (ঢাকা মেট্টো চ- ১৬-০২৫২)কে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে মাইক্রোবাসের ৪ যাত্রি এবং হাসপাতালে নেয়ার পর আরও দুইজন মারা যান।