ধুনটে এ্যাসিসটিভ ডিভাইস ও গাছের চারা বিতরন
কারিমুল হাসান লিখন, ধুনটঃ
বগুড়ার ধুনট উপজেলায় প্রাথমিক বিদ্যালযের বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস হিসেবে হুইল চেয়ার, হেয়ার এইড, ক্রেচ ও চশমা’র জন্য অর্থ বিতরণ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধুনট প্রাথমিক বিদ্যালয় এর শেখ রাসেল মিলনায়তনে এ্যাসিসটিভ ডিভাইস বিতরন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন। আলোচনা সভা শেষে এমপি হাবিবর রহমান সরকারি অর্থায়নে এ্যাসিসটিভ ডিভাইস হিসেবে প্রতিবন্ধী শিক্ষার্থী ৩জনকে হুইল চেয়ার, ২জনকে ক্রেচ, ১৪জনকে হেয়ার এইড এবং চশমা ক্রয়ের জন্য ১৯জনের মাঝে ৫০০টাকা করে বিতরণ করেন। এ্যাসিসটিভ ডিভাইস বিতরন শেষে অবিরন নেছা কল্যান ট্রাষ্ট এর আয়োজনে উপজেলার ২০৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ১০টি করে বিনামূল্যে গাছের চারা বিতরন করেন ওহি-অহন নার্সারীর সত্বাধিকারী বগুড়া ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।