সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) বিদ্যুৎস্পৃষ্টে মালীর মৃত্যু
আব্দুস সাত্তার, সাভার: সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন মিয়া নামে এক মালীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে সাভারে বিপিএটিসিতে এই ঘটনা ঘটে। নিহত জীবন মিয়া টাঙ্গাইলের নাগরপুর থানাধীন কলিদিয়া গ্রামের মো. বাদশা মিয়া ছেলে। বর্তমানে সে দৈনিক মজুরী ভিক্তিক নিয়োগে বিপিএটিসিতে মালীর কাজ করতো। এ বিষয়ে সাভার মডেল থানার এস আই সুজায়েত হোসেন জানান, জীবন মিয়া প্রতিদিনের মতো বিপিএটিসিতে মেশিনের মাধ্যমে ঘাস কাঁটার কাজ করছিলো। হঠাৎ করে মেশিনটি থেকে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘাষ কাঁটার মেশিনটি শটসার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। ফলে এরকম র্দুঘটনা ঘটেছে।