রাজশাহী বঙ্গবন্ধু কলেজের শিক্ষাসফর
মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা ও বধ্যভূমিতে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এ্যাডভেঞ্চার ক্লাবের মডারেটর এস.এম. শরিফুল ইসলাম সহ ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ লুৎফর রহমান, রসায়ন বিষয়ের প্রদর্শক মোঃ ইসমাইল হোসেন, প্রণিবিদ্যা বিষয়ের প্রভাষক নাসরিন আক্তার, মার্কেটিং বিষয়ের প্রভাষক মোঃ মাসুদ রানা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এই সফরে উপস্থিত ছিলেন। একাদশ শ্রেণির মানবিক বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী শিক্ষা সফরে অংশগ্রহণ করে। অধ্যক্ষ জনাব মোঃ নূরুল ইসলাম ও উপাধ্যক্ষ জনাব মোঃ কামরুজ্জামান, এ্যাডভেঞ্চার ক্লাবের এধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে সকালে শিক্ষা সফর শুরু করা হয়। স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান দানের জন্য এধরণের সহপাঠক্রমিক কার্যাবলী ধারাবাহিক ভাবে ‘বঙ্গবন্ধু কলেজ’ করে আসছে।