স্বাধীনতার ইতিহাস নিয়ে আপত্তিকর ভিডিও দেয়ায় পাকিস্তানের হাইকমিশনাকে তলব
বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে শেয়ার করা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে আপত্তিকর ভিডিও দেয়ায় দেশটির হাইকমিশনার রাফি উজ্জামান সিদ্দিকিকে তলব করা হয়।
মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার রাফি উজ্জামান সিদ্দিকিকে তলব করা হলে তিনি মন্ত্রণালয়কে সরিয়ে নেয়া কথা জানায়।
ঢাকার পক্ষ থেকে এসময় শেয়ার করা ওই ভিডিওর তীব্র প্রতিবাদ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান পাকিস্তানি হাইকমিশনারের কাছে আনুষ্ঠানিক কড়া প্রতিবাদপত্রও পেশ করেন।
বৈঠক শেষে কামরুল আহসান বলেন, ভিডিও লিংকটি শেয়ার করার জন্যই রাফি উজ্জামান সিদ্দিকিকে তলব করা হয়েছে। শেয়ার করা ভিডিও লিংকটি দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে, ইতিহাস পরিবর্তনশীল নয়। যেটা বাস্তবতা সেটা সবাইকে মেনে নিতে হবে।
কামরুল আহসান আরো বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি, তারা যদি ইতিহাস বিকৃতি অব্যাহত রাখে সেটি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।
পাকিস্তানের পক্ষ থেকে বারবার এমন কাজ করা হলেও বাংলাদেশ কেন তা মেনে নিচ্ছে— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা মেনে নেইনি এ ধরনের কাজ তারা আগেও করেছে সেটি আজকেও আমরা তাদের স্মারণ করিয়ে দিয়েছি।
পাকিস্তানি হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানানোর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পক্ষ থেকে কী বলা হয়েছে, জানতে চাইলে কামরুল আহসান বলেন, ‘যে লিংকটি তারা শেয়ার করেছে, সেটি তারা ডিলিট করে দিয়েছে এবং এই লিংকটি শেয়ার করার জন্য তারা দুঃখপ্রকাশ করে বলেছে, এটা ইচ্ছাকৃত কোনও ঘটনা ছিল না।
এই ভিডিও লিংক শেয়ারের জন্য পাকিস্তান ওয়েবসাইটে দুঃখপ্রকাশ করবে কিনা, জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা তাদের বলেছি তারা যেন ওয়েবসাইটে দুঃখপ্রকাশ করে। দেখা যাক, কী হয়।
উল্লেখ্য, বাংলাদেশে পাকিস্তানি হাইকমিশনের ফেসবুক পেজে একটি ভিডিও লিংক শেয়ার করা হয়। ওই ভিডিওতে বলা হয়— বঙ্গবন্ধু নন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান।