খালেদার গাড়িবহরের ওপর হামলার তদন্ত হবে: নাসিম
শো ডাউন করে বেশি লোক দেখানোর উদ্দেশ্যে বিএনপি নেত্রী খালেদা জিয়া কক্সবাজার গিয়েছেন বলে মন্তব্য করেছেন ১৪ দলের নেতারা।
সেখানে গিয়ে মিথ্যাচার আর অসত্য বক্তব্য দিয়েছেন বিএনপি নেত্রী—এ কথা উল্লেখ করে নেতারা বলেন, এর জবাব আগামী নির্বাচনে দেবে জনগণ।
ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরের ওপর হামলার তদন্ত হচ্ছে বলেও জানান ১৪ দল মুখপাত্র মো. নাসিম।
এ সময় নেতাদের আশঙ্কা, মৌলবাদী শক্তি যদি রাজনীতিতে পাশার দান উল্টে দিতে পারে তাহলে দেশে প্রগতিশীল চিন্তার মানুষের বসবাস অসম্ভব হয়ে দাঁড়াবে।
রুশ অক্টোবর বিপ্লবের শতবর্ষ আর নিজেদের সংগঠনের অর্ধশতবর্ষ পূর্তিতে মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে সাম্যবাদী দল। সভায় বক্তব্য রাখেন ১৪ দলের নেতারাও।
রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হলেও এখনো মৌলবাদী শক্তিকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে এ শক্তি।
সরকার রোহিঙ্গা সঙ্কট শুরু থেকেই সাফল্যের সঙ্গে মোকাবেলা করছে বলে দাবি ১৪ দল মুখপাত্র নাসিম অভিযোগ করেন, এতদিন পর সেখানে গিয়ে মিথ্যা অসত্য কথা বলেছেন বিএনপি নেত্রী।
এসময়, ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার তদন্ত হচ্ছে বলে জানান ১৪ দলের মুখপাত্র।
বিএনপির সঙ্গে সংলাপের সব সম্ভানবা নাকচ করে দিয়ে নাসিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে আগামী নির্বাচন।